TMC

TMC-BJP: পূর্ব বর্ধমানে বিজেপি শিবিরে বড় ভাঙন, ১৪০০-র বেশি কর্মী যোগ দিলেন তৃণমূলে

বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণের পরেই পূর্ব বর্ধমানের জামালপুরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানের পর্ব চলে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

পূর্ব বর্ধমান শেষ আপডেট: ২১ জুলাই ২০২১ ২২:৫৪
Share:

যোগদান পর্ব নিজস্ব চিত্র।

তৃণমূলের শহিদ দিবসের পাল্টা বিজেপি-র শহিদ শ্রদ্ধাঞ্জলি দিবসের দিনেই পূর্ব বর্ধমানে বিজেপি শিবিরে বড় ভাঙন ধরাল শাসকদল। ১৪০০-র বেশি কর্মী-সমর্থক বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন।

Advertisement

বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণের পরেই পূর্ব বর্ধমানের জামালপুরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানের পর্ব চলে। যোগদানকারীদের মধ্যে মহিলার সংখ্যাই ছিল বেশি। জায়ান্ট স্ক্রিনের সামনে বসিয়ে প্রথমে তাঁদের মমতার ভাষণ শোনানো হয়। তার পর আনুষ্ঠানিক ভাবে দলে যোগদান করানো হয়। জামালপুরের বিধায়ক অলোক মাঝি, ব্লক তৃণমূল সভাপতি মেহমুদ খান ও ব্লক তৃণমূল যুব সভাপতি ভূতনাথ মালিক দলীয় পতাকা তুলে দেন।

এই যোগদান প্রসঙ্গে মেহমুদ বলেন, ‘‘বিধানসভা ভোটের আগে জামালপুরের অনেক মানুষ বিজেপি নেতাদের কথায় বিজেপি-তে গিয়েছিলেন। ভোটে ভরাডুবির পরে সেই বিজেপি নেতারা এখন গোষ্ঠীদ্বন্দ্বে ব্যস্ত। দলের কর্মী-সমর্থকদের দিকে তাঁরা ফিরেও তাকাচ্ছেন না। এই সব দেখে অনেকে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করতে চেয়ে আবেদন করেছিলেন। তাঁদের নেওয়া হয়েছে।’’ ভূতনাথ বলেন, “তৃণমূলে যোগদান করতে চেয়ে বিজেপি কর্মী-সমর্থকদের আবেদনের বিষয়টি জেলা ও রাজ্য নেতৃত্বকে জানানো হয়। দলের অনুমতি পাওয়ার পর ১৪০০-র বেশি বিজেপি কর্মী-সমর্থককে আনুষ্ঠানিক ভাবে তৃণমূলে যোগদান করানো হয়েছে।’’

Advertisement

এ দিকে এই বিষয়ে জামালপুরের বিজেপি আহ্বায়ক জীতেন ডকাল বলেন, “ইচ্ছা করে কেউ বিজেপি ছাড়েনি, ছাড়ছেও না। তৃণমূলের সন্ত্রাসের হাত থেকে বাঁচতে সব জায়গায় বিজেপি কর্মী-সমর্থকরা তৃণমূলে যোগ দিতে বাধ্য হচ্ছেন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement