মারধর থেকে হুমকি, শেষ নেই অশান্তির

ভোট-সন্ত্রাস রোখার দাবি জানিয়ে দেশের মুখ্য নির্বাচন কমিশনারের দ্বারস্থ হয়েছেন রাজ্যের বিদ্বজ্জনদের একাংশ। ভোট-সন্ত্রাসের রেশ যে দ্বিতীয় দফার নির্বাচন মেটার পরেও চলছে, বারবার এমনই অভিযোগ করছে বিরোধীরা। সেই অভিযোগের তালিকা থেকে বাদ যাচ্ছে না বর্ধমানের শিল্পাঞ্চলও।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

আসানসোল ও রানিগঞ্জ শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০১৬ ০০:৫৮
Share:

ভোট-সন্ত্রাস রোখার দাবি জানিয়ে দেশের মুখ্য নির্বাচন কমিশনারের দ্বারস্থ হয়েছেন রাজ্যের বিদ্বজ্জনদের একাংশ। ভোট-সন্ত্রাসের রেশ যে দ্বিতীয় দফার নির্বাচন মেটার পরেও চলছে, বারবার এমনই অভিযোগ করছে বিরোধীরা। সেই অভিযোগের তালিকা থেকে বাদ যাচ্ছে না বর্ধমানের শিল্পাঞ্চলও।

Advertisement

বৃহস্পতিবার এক সিপিএম সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বরাবনির কাঁটাপাহাড়ি এলাকার ঘটনা। নিমাই বাউড়ি নামে ওই সিপিএম সমর্থক এ দিন জানান, গত ১১ এপ্রিল ভোট দিতে যাওয়ার সময় এক দল তৃণমূল সমর্থক তাঁকে বাধা দেন। কিন্তু তারপরেও ভোট দিয়েছেন নিমাইবাবু। এ দিন তিনি অভিযোগ করেন, ‘‘হুমকি উপেক্ষা করে ভোট দিতে যাওয়ায় দিন কয়েক ধরেই লাগাতার হুমকি দিচ্ছে তৃণমূল।’’ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন ওই সিপিএম সমর্থক ঘাটাস মোড়ের একটি দোকানে জিনিসপত্র কিনছিলেন। আচমকা জনা দশেক তৃণমূল সমর্থক চড়াও হন বলে অভিযোগ করেন নিমাইবাবু। যদিও তৃণমূল নেতা পাপ্পু উপাধ্যায়ের দাবি, ‘‘কুৎসা ছড়াতেই সিপিএম মিথ্যা অভিযোগ করছে।’’

ভোট দিতে গিয়েছেন, এই ‘অপরাধে’ শ্যামসুন্দর কোলিয়ারির ঝরিয়াডাঙায় জল সংযোগ কেটে দেওয়া হয়েছে বলে অভিযোগ বাসিন্দাদের। এ দিন তার প্রতিবাদে তিলাবনি কোলিয়ারিতে বিক্ষোভ দেখান বাসিন্দারা। সিপিএম কর্মী হীরালাল মাঝি জানান, তিনি নির্বাচনের দিন দলের পোলিং এজেন্টের দায়িত্ব সামলেছেন। ভোট দিতে গেলে বিপদে পড়তে হবে— ভোটের আগের দিন থেকেই তৃণমূল এমন হুমকি দিচ্ছিল বলে অভিযোগ করেন হীরালালবাবু। যদিও হুমকি উপেক্ষা করেই ভোট দিতে যান বাসিন্দারা। স্থানীয় সূত্রে খবর, ওই এলাকা থেকে দীর্ঘদিন ধরেই সিপিএম ভাল ভোট পেয়ে এসেছে। বাসিন্দাদের অভিযোগ, ভোটের পরের দিন, ১২ এপ্রিল এলাকার জল সংযোগ কেটে দেওয়া হয়। তিন দিন ধরে লাগাতার জলসঙ্কটে ভুগছেন বাসিন্দারা। তাঁরা জানান, এই পরিস্থিতিতে বেশ খানিকটা পথ উজিয়ে জল আনতে যেতে হচ্ছে।

Advertisement

যদিও ইসিএল কর্তৃপক্ষের দাবি, কোনও কারণে পাইপ লাইন ফেটে গিয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তৃণমূল নেতা কাঞ্চন মিত্রের দাবি, ‘‘ভিত্তিহীন অভিযোগ। ইসিএল কর্তৃপক্ষ ও প্রশাসন বিষয়টি খতিয়ে দেখলেই সত্য সামনে আসবে।’’

ভোট-পরবর্তী সন্ত্রাসের অভিযোগ উঠেছে রানিগঞ্জেও। বৃহস্পতিবার এক বিজেপি কর্মীকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে। মহাবীর কোলিয়ারির যাদব পাড়ার ঘটনা। বিজেপি কর্মী সত্যেন্দ্র রায় জানান, এ দিন সকালে বাড়ির সামনে রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। আচমকা গড়াই পাড়ার বাসিন্দা অজয় তাঁতি হাতে চপার নিয়ে খুনের হুমকি দেয় বলে অভিযোগ। অজয়বাবু এলাকায় তৃণমূল কর্মী বলে পরিচিত। এরপরেই এলাকার বিজেপি কর্মীরা রানিগঞ্জ থানায় গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত তৃণমূল কর্মী। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement