দুর্ঘটনা ঘিরে তুলকালাম। — নিজস্ব চিত্র।
দুর্গাপুরে জাতীয় সড়কের উপর কন্টেনারের ধাক্কায় মৃত্যু হল এক বাইক আরোহীর। ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। তাঁরা রাস্তার উপর দেহ রেখে পথ অবরোধ করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ঘণ্টা দেড়েক পর অবরোধকারীদের বুঝিয়ে দেহ তুলে নিয়ে যায় পুলিশ। উঠে যায় অবরোধও। তার জেরে ব্যাহত হয় যান চলাচল। দুর্ভোগে পড়েন যাত্রীরা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার দুর্গাপুরের কাঁকসা থানা এলাকায় ২ নম্বর জাতীয় সড়কের উপর মুচিপাড়া মোড়ে পথ দুর্ঘটনায় মারা যান এক বাইক আরোহী। একটি কন্টেনার পাশ থেকে তাঁর গাড়িতে ধাক্কা মেরে পালিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম গুরমুখ সিংহ (৪৫)। কন্টেনারের ধাক্কায় তাঁর মাথা গুঁড়িয়ে যায়। সঙ্গে সঙ্গে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দা এবং ব্যবসায়ীরা। তাঁরা গুরমুখের দেহ রাস্তায় রেখে অবরোধ শুরু করেন। ঘণ্টা দেড়েক চলে রাস্তা অবরোধ। পরে অবশ্য পুলিশ তা তুলে দেয়।
এ নিয়ে কাঁকসার এসিপি তুহিন চৌধুরী বলেন, ‘‘মত্ত অবস্থায় কন্টেনার চালানোর জন্য সম্ভবত এই দুর্ঘটনা ঘটেছে।’’ পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, গুরমুখ বিধাননগরের বাসিন্দা। তিনি সকালে বাড়ি থেকে বেরিয়ে বাইকে করে কর্মস্থলের উদ্দেশে যাচ্ছিলেন।