Sexual Harassment

নাবালিকাকে ধর্ষণের অভিযোগে বর্ধমানে গ্রেফতার যুবক

সোমবার ধৃতকে বর্ধমানের পকসো আদালতে পেশের নির্দেশ দেন ভারপ্রাপ্ত সিজেএম। ধৃতকে আইনি সাহায্য দেওয়ার জন্য জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষকেও নির্দেশ দিয়েছেন বিচারক।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ জুলাই ২০২৩ ২৩:৩২
Share:

—প্রতীকী চিত্র।

নাবালিকাকে জোর করে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে বর্ধমান মহিলা থানার পুলিশ। ধৃতের নাম অমূল্য মণ্ডল। মুর্শিদাবাদের জঙ্গিপুরের সুতি থানার আমুহা গ্রামে তাঁর বাড়ি। সেখান থেকেই শনিবার রাতে তাঁকে গ্রেফতার করা হয়। ধৃতকে রবিবার বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। ধৃতের হয়ে কোনও আইনজীবী সওয়াল দাঁড়াননি। বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়ে সোমবার ধৃতকে বর্ধমানের পকসো আদালতে পেশের নির্দেশ দেন ভারপ্রাপ্ত সিজেএম। ধৃতকে আইনি সাহায্য দেওয়ার জন্য জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষকেও নির্দেশ দিয়েছেন বিচারক।

Advertisement

পুলিশ জানিয়েছে, বর্ধমান শহরের টেকনিক্যাল কলেজ এলাকায় ওই নাবালিকার বাড়ি। অভিযোগ, বছরখানেক আগে তাকে জোর করে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করেন অমূল্য। তার ফলে নাবালিকা অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। বর্তমানে সে সাত মাসের অন্তঃসত্ত্বা। দিন কয়েক আগে নাবালিকাকে বাড়ির সামনে ছেড়ে দিয়ে পালিয়ে যান অভিযুক্ত। ঘটনার কথা জানিয়ে নাবালিকার পরিবারের তরফে অভিযোগ দায়ের করা হয়। তার ভিত্তিতে ধর্ষণ ও পকসো আইনের ধারায় মামলা রুজু করেছে মহিলা থানা। বর্ধমান মেডিক্যাল কলেজের ফরেন্সিক স্টেট মেডিসিন বিভাগে নাবালিকাকে মেডিক্যাল পরীক্ষা করানোর জন্য নিয়ে যায় পুলিশ। নাবালিকা মেডিক্যাল পরীক্ষা করাতে অস্বীকার করে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement