passport

পাসপোর্টের আবেদনে জন্মের ভুয়ো শংসাপত্র দাখিল! মেমারিতে গ্রেফতার এক

ধৃতকে বৃহস্পতিবার বর্ধমান সিজেএম আদালতে হাজির করানো হয়। ধৃতকে পাঁচ দিন নিজেদের হেফাজতে চেয়ে আদালতে আবেদন জানায় পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

বর্ধমান শেষ আপডেট: ২১ নভেম্বর ২০২৪ ২২:০৮
Share:

পাসপোর্টের আবেদনে জন্মের ভুয়ো শংসাপত্র জমা দেওয়ার অভিযোগে গ্রেফতার এক যুবকক। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

পাসপোর্টের আবেদনে জন্মের ভুয়ো শংসাপত্র জমা দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পূর্ব বর্ধমানের মেমারি থানার পুলিশ। ধৃতের নাম শেখ শাহজাহান। মেমারি থানার বামুনিয়ার বাসিন্দা তিনি। পুলিশের দাবি, ভুয়ো শংসাপত্র দাখিলের কথা স্বীকার করেছেন তিনি।

Advertisement

ধৃতকে বৃহস্পতিবার বর্ধমান সিজেএম আদালতে হাজির করানো হয়। ধৃতকে পাঁচ দিন নিজেদের হেফাজতে চেয়ে আদালতে আবেদন জানায় পুলিশ। তাদের দাবি, কী ভাবে অভিযুক্ত জাল শংসাপত্র জোগাড় করেছেন, তা জানতে এবং ঘটনায় জড়িত বাকিদের হদিস পেতে ধৃতকে জেরা করা প্রয়োজন। আদালত তাঁকে চার দিনের পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে।

পুলিস জানিয়েছে, কিছু দিন আগে পাসপোর্টের জন্য আবেদন করে শাহজাহান। তাঁর জমা দেওয়া নথিপত্র পরীক্ষা করার জন্য জেলা গোয়েন্দা দফতরে পাঠানো হয়। তাতে দেখা যায়, তাঁর জন্ম কাটোয়া হাসপাতালে বলে শংসাপত্রে উল্লেখ রয়েছে। বিষয়টি খতিয়ে দেখার জন্য সেই শংসাপত্র কাটোয়া গোয়েন্দা দফতরে পাঠানো হয়। কাটোয়া গোয়েন্দা দফতর থেকে পুরসভার চেয়ারম্যানের কাছে বিষয়টি জানতে চাওয়া হয়। পুরসভা জানায়, এ ধরনের শংসাপত্র তাদের তরফে দেওয়া হয়নি। এর পরেই ঘটনার কথা জানিয়ে মেমারি থানায় অভিযোগ দায়ের করেন জেলা গোয়েন্দা দফতরের এক অফিসার। তার ভিত্তিতে মামলা রুজু করে যুবককে গ্রেফতার করা হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement