তেলের বদলে ট্যাঙ্কারে জল নিয়ে কারখানায় সরবরাহের সময়ে গাড়ি-সহ খালাসিকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে কোকওভেন থানার একটি বেসরকারি কার্বন কারখানায়। পুলিশ জানায়, ধৃতের নাম লখবীর সিংহ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই কারখানার ডাস্ট থেকে বিভিন্ন গাড়ির টায়ার তৈরি হয়। আর তার জন্য প্রয়োজন হয় বিশেষ ধরনের এক তেলের। সেই তেল আসে হলদিয়া থেকে। শনিবার সেই রকম একটি ট্যাঙ্কারে করে তেল পৌঁছয় কারখানায়। সেই ট্যাঙ্কারের তেল পরীক্ষা করার সময়ে দেখা যায়, পাঁচটি চেম্বারের মধ্যে মাত্র একটিতে তেল রয়েছে। বাকিগুলিতে শুধুই জল ভরা আছে। এ দিকে গাড়ি পরীক্ষা করার সময়ে চালক পালিয়ে যায়। খালাসিকে আটক করেন কারখানা কর্তৃপক্ষ। খবর দেওয়া হলে পুলিশ এসে ওই খালাসিকে গ্রেফতার করে। রবিবার ধৃতকে আদালতে তোলা হলে দু’দিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়। পুলিশ জানায়, এ ধরনের ঘটনার সঙ্গে একটি চক্র জড়িত আছে। সেটি খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে।