একটি পার্কেই বদলে গিয়েছে এলাকার চেহারা। —নিজস্ব চিত্র।
রাস্তার দু’ধারে জঙ্গল কোথাও, কোথাও আবার আবর্জনার স্তূপ। আসানসোলের ইতিউতি এত দিন এমনই দৃশ্য চোখে পড়ত। সেই আবর্জনার স্তূপ সরিয়ে, আগাছা সাফ করে এ বার তৈরি হল পার্ক। সৌজন্যে আসানসোল পুর নিগম।
আসানসোল পুলিশ কমিশনারের দফতর থেকে জীবন বিমা নিগমের দফতর পর্যন্ত পরিষ্কার করে পার্কটি তৈরি করা হয়েছে। তাতে নানা ধরনের গাছপালা বসানো হয়েছে। ওই একটি পার্কেই এলাকার ছবি পাল্টে গিয়েছে। নতুন পার্ক পথচলতি মানুষের দৃষ্টি যেমন আকর্ষণ করছে, তেমনই স্থানীয় বাসিন্দারাও খুশি।
নতুন পার্কটিকে নিয়ে উচ্ছ্বসিত কমিশনার সুকেশ জৈন এবং জেলাশাসক পূর্ণেন্দু মাজিও। বিদায়ী মহানাগরিক তথা প্রশাসক বোর্ডের চেয়ারপার্সন জিতেন্দ্র তিওয়ারির কাছে নিজের দফতরের সামনেও এমন একটি পার্ক তৈরির আবদার করে বসেন জেলাশাসক।
আরও পড়ুন: দিলীপ ঘোষের সভা ঘিরে উত্তপ্ত বীরভূম, চলল গুলি
আরও পড়ুন: গোটা বাংলায় দলের পর্যবেক্ষক তিনিই, নাম না করে কাকে বার্তা দিলেন মমতা
বুধবার নিজে হাতে পার্কটির উদ্বোধন করেন জিতেন্দ্র। জানান, শুধুমাত্র গাছ লাগাতেই খরচ হয়েছে ৪০ লক্ষ টাকা। পার্কে সাধারণ মানুষের বসার ব্যবস্থাও করা হবে বলে জানান তিনি।