Scheduled Tribes

বর্ধমানে আদিবাসী ব্যক্তির মৃত্যুর ঘটনা খতিয়ে দেখলেন তফসিলি উপজাতি কমিশনের প্রতিনিধিরা

প্রতিনিধি দলের সদস্যরা তাঁদের কাছে সব শুনেছেন ও যথাযথ ব্যবস্থার আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন মৃতের পরিবার।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ জুন ২০২১ ০১:৩২
Share:

ঘটনাস্থলে প্রতিনিধিরা নিজস্ব চিত্র।

গত ৬ মে পূর্ব বর্ধমানের টুবগ্রামে এক আদিবাসী ব্যক্তির মৃতদেহ পাওয়া গিয়েছিল। এখনও সেই মৃত্যুর কিনারা হয়নি। মঙ্গলবার সেই গ্রামে পরিস্থিতি খতিয়ে দেখলেন ‘ন্যাশনাল কমিশন অফ এসটি’র এক প্রতিনিধি দল। এলাকার পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা তাঁদের সঙ্গে ছিলেন। তাঁরা মৃতের ভাই, ভাইয়ের স্ত্রী ও অন্যান্য গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন। প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়া অনন্ত নায়েক অবশ্য পরিদর্শনের বিষয়ে কিছুই বলেননি।

Advertisement

এই প্রসঙ্গে মৃতের ভাই মঙ্গল হাঁসদা ও ভাইয়ের স্ত্রী চাঁদমনি হাঁসদা জানান, ৬ মে টুবগ্রামের একটি নালার পাশে সোম হাঁসদার দেহ পড়ে থাকতে দেখা যায়। তাঁর হাত, পা ভাঙা ছিল। দেহের অন্যান্য জায়গায় ক্ষতচিহ্ন ছিল। পরিবারের অভিযোগ, গরু বিক্রির টাকা আনতে গিয়ে আর ফেরেননি সোম। মঙ্গলবার প্রতিনিধি দলের সদস্যরা তাঁদের কাছে সব শুনেছেন ও যথাযথ ব্যবস্থার আশ্বাস দিয়েছেন বলে জানান তাঁরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement