Domestic Violence

বধূকে নেশাদ্রব্য খাইয়ে পাচার করে দেওয়ার অভিযোগ! বর্ধমানে গ্রেফতার শাশুড়ি

সোনালি পাসোয়ানের বাপের বাড়ির দাবি, বিয়ের সময় যে পণ চাওয়া হয়েছিল, তা দেওয়া হয়েছে। তা সত্ত্বেও বিয়ের কিছু দিন পর থেকেই শ্বশুরবাড়ির লোকজন সোনালির উপর শারীরিক এবং মানসিক নির্যাতন শুরু করে।

Advertisement

আনন্দবাজার অনলাইন

শেষ আপডেট: ২১ অগস্ট ২০২৩ ২১:২৭
Share:

—প্রতীকী চিত্র।

পানীয় জলে নেশাজাত বস্তু মিশিয়ে পান করিয়ে বধূকে পাচারের অভিযোগ শাশুড়ির বিরুদ্ধে। থানায় লিখিত অভিযোগের প্রেক্ষিতে শাশুড়িকে গ্রেফতার করল বর্ধমান থানার পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম বিন্দুলা পাসোয়ান। বর্ধমান থানার কালনা গেট এলাকায় তাঁর বাড়ি। সোমবার সকালে বাড়ি থেকে প্রৌঢ়াকে গ্রেপ্তার করা হয়। তার পর তোলা হয় বর্ধমান সিজেএম আদালতে। বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়ে বুধবার তাঁকে আবার আদালতে তোলার নির্দেশ দেন সিজেএম।

পশ্চিম বর্ধমানের ওয়াড়িয়া থানার দুর্গাপুর মেন গেট সারদাপল্লির বাসিন্দা সোনালি পাসোয়ানের সঙ্গে বছর খানেক আগে বিন্দুলার ছেলে সুবীর পাসোয়ানের বিয়ে হয়। সোনালির বাপের বাড়ির দাবি, বিয়ের সময় যে পণ চাওয়া হয়েছিল, তা দেওয়া হয়েছে। তা সত্ত্বেও বিয়ের কিছু দিন পর থেকেই শ্বশুরবাড়ির লোকজন সোনালির উপর শারীরিক এবং মানসিক নির্যাতন শুরু করে। এমনকি, মাঝেমধ্যেই তাঁকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হত।

Advertisement

রবিবার বিকেলে সোনালি তাঁর বাপেরবাড়িতে ফোন করে জানান, শ্বশুরবাড়ির লোকজন তাঁকে জলের মধ্যে কিছু একটা গুলে খাইয়ে দিয়েছেন। তার পর থেকেই তিনি শরীরে অস্বস্তি অনুভব করছেন। এর কিছু ক্ষণ বাদে ফোন কেটে যায়। তার পর থেকে বহু চেষ্টা করেও সোনালির সঙ্গে আর যোগাযোগ করতে পারেননি তাঁর বাপেরবাড়ির লোকজন। রবিবারই সোনালির মা রেখা পাশোয়ান বর্ধমান থানায় একটি অভিযোগ দায়ের করেন। সেখানে তিনি জানান, মেয়েকে জলের সঙ্গে কিছু খাইয়ে কোনও জায়গায় পাচার করে দেওয়া হয়েছে। ওই ঘটনার তদন্তে নেমে শাশুড়িকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, বধূরও খোঁজ চলছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে অভিযুক্তাকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement