TMC

বঙ্গধ্বনি প্রচারে গিয়ে তুমুল বিক্ষোভের মুখে তৃণমূল বিধায়ক

তুমুল বিক্ষোভের মুখে পড়েও নিজেকে শান্ত রাখেন বিধায়ক। তিনি বারবার গ্রামবাসীদের আশ্বস্ত করতে থাকেন। প্রতিশ্রুতি দেন, কেন কাজ হচ্ছে না তা খতিয়ে দেখবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বর্ধমান শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২০ ২২:৫৪
Share:

গ্রামবাসীদের বিক্ষোভের মুখে বিধায়ক নিশীথ মালিক। নিজস্ব চিত্র।

বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ মালিক শুক্রবার তাঁর এলাকায় বেরিয়েছিলেন বঙ্গধ্বনি যাত্রায়। কিন্তু সেখানে গিয়ে তাঁকে গ্রামবাসীদের প্রবল বিক্ষোভের মুখে পড়তে হল। বর্ধমান ২ নম্বর ব্লকের বণ্ডুল ২ নম্বর পঞ্চায়েতের করুই গ্ৰামের মানুষ তাঁকে রীতি মতো ঘিরে ঘরে বিক্ষোভ দেখান।

Advertisement

গ্রামবাসীদের অভিযোগ, পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামল দত্ত বা বিধায়ক নিজেও এলাকায় কোনও কাজ করেননি। এমনকি চাঁদপাল এবং শৈলেগোড়ে পুকুরের মাঝখানে যে রাস্তা সেই রাস্তাও দীর্ঘদিন ধরে খারাপ। বিগত বাম সরকারের আমলেও রাস্তা সংস্কার হয়নি। পরিবর্তনের পর ১০ বছর কেটে গেলেও হাল ফেরেনি তার।

গ্রামবাসীদের অভিযোগ এই প্রথম গ্রামে পা দিলেন নিশীথ। তাতেই কার্যত আগুনে ঘি পড়ে। গ্রামের মহিলারা রণংদেহী মূর্তিতে ধরেন বিধায়ককে। রাস্তার কাজ না হলে আগামী দিনে তাঁকে ভোট দেওয়া হবে না বলেও হুমকি দেন তাঁরা।

Advertisement

তুমুল বিক্ষোভের মুখে পড়েও নিজেকে শান্ত রাখেন বিধায়ক। তিনি বারবার গ্রামবাসীদের আশ্বস্ত করতে থাকেন। প্রতিশ্রুতি দেন, কেন কাজ হচ্ছে না তা খতিয়ে দেখবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

বঙ্গধব্বনি যাত্রা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিশীথ জানান, পঞ্চায়েত প্রধান শিশির রক্ষিত ওই গ্রামের বাসিন্দা হলেও সেখানকার মানুষের সঙ্গে যোগাযোগ রাখেন না। এই ঘটনা তারই বহিঃপ্রকাশ। তবে বিধায়ক দাবি করেন, সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement