অসুস্থ কারখানার পাঁচ কর্মী। — নিজস্ব চিত্র।
ফের গ্যাস লিক করে দুর্ঘটনা পশ্চিম বর্ধমানের দুর্গাপুর ইস্পাত কারখানায় (ডিএসপি)। এই ঘটনায় অসুস্থ হয়েছেন কারখানার পাঁচ কর্মী। তাঁদের ভর্তি করানো হয়েছে ইস্পাত কারখানার হাসপাতালে। এই দুর্ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে ইস্পাত কারখানা জুড়ে।
স্থানীয় সূত্রে খবর, শুক্রবার রাত ৮টা নাগাদ দুর্গাপুর ইস্পাত কারখানার ২ নম্বর ব্লাস্ট ফার্নেস বিভাগে কার্বন মনোক্সাইড গ্যাস বের হতে থাকে। তীব্র ঝাঁজে কর্মরত দু’জন স্থায়ী কর্মী পরিমল মণ্ডল, সুনীল হাজরা ও তিন জন অস্থায়ী শ্রমিক বিকাশ কাপারি, টোটন খাওয়াস ও নুর আলম জমাদার অসুস্থ হয়ে পড়েন। সহকর্মীরা তাঁদের উদ্ধার করে নিয়ে যান দুর্গাপুর ইস্পাত হাসপাতালে। সেখানে তাঁদের ভর্তি করানো হয়। সেখানেই তাঁদের চিকিৎসা চলছে।
এর আগেও গ্যাস লিকের ঘটনা ঘটেছে ডিএসপিতে। ২০২২ সালে গ্যাস লিকের ঘটনায় তিন ঠিকা শ্রমিকের মৃত্যু হয়। অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েক জন কর্মী। কারখানার বেসিক অক্সিজেন ফার্নেস (বিওএফ) বিভাগের দু’নম্বর কনভার্টারের রক্ষণাবেক্ষণের কাজ চলার সময় এই দুর্ঘটনা ঘটেছিল। কার্বন মনোক্সাইড গ্যাস লিক হয়ে মৃত্যু হয়েছিল শ্রমিকদের।