Torture

নাবালিকা ধর্ষণ! পূর্ব বর্ধমানে গ্রেফতার যুবক

ছুটি থাকায় পকসো আদালতের পরিবের্ত ধৃতকে শনিবার বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। তদন্তের প্রয়োজনে ধৃতকে পাঁচ দিন নিজেদের হেফাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানায় পুলিশ।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২৫ ২৩:০৭
Share:
টানা জিজ্ঞাসাবাদে নাবালিকাকে ধর্ষণের কথা ধৃত কবুল করেছেন।

টানা জিজ্ঞাসাবাদে নাবালিকাকে ধর্ষণের কথা ধৃত কবুল করেছেন। —প্রতীকী চিত্র।

নাবালিকাকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পূর্ব বর্ধমানের গলসি থানার পুলিশ। ধৃতের নাম মিঠুন বর্মণ। গলসি থানার জয়কৃষ্ণপুর এলাকায় তাঁর বাড়ি। শুক্রবার রাতে তাঁকে বাড়ি থেকে থানায় ধরে আনা হয়। টানা জিজ্ঞাসাবাদে নাবালিকাকে ধর্ষণের কথা তিনি কবুল করেছেন বলে পুলিশের দাবি। ছুটি থাকায় পকসো আদালতের পরিবের্ত ধৃতকে শনিবার বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। তদন্তের প্রয়োজনে ধৃতকে পাঁচ দিন নিজেদের হেফাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানায় পুলিশ। ধৃতকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়ে ১৬ এপ্রিল পকসো আদালতে পেশের জন্য নির্দেশ দিয়েছেন ভারপ্রাপ্ত সিজেএম। পকসো আদালতেই পুলিশি আবেদনের বিষয়ে শুনানি হবে।

Advertisement

পুলিশ জানিয়েছে, গলসি থানা এলাকায় ওই নাবালিকার বাড়ি। গত ৭ এপ্রিল সকালে নাবালিকা বাজারে যাওয়ার জন্য বাড়ি থেকে বার হয়। সাইকেলে চেপে আদড়াহাটি রোড ধরে যাওয়ার সময় একটি রাইসমিলের কাছে নির্জন জায়গায় তার পথ আটকান অপরিচিত এক যুবক। নাবালিকাকে জোর করে রাস্তার পাশে ঝোপে তুলে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। ঘটনার কথা কাউকে না জানানোর জন্য নাবালিকাকে হুমকি দেওয়া হয়। নাবালিকা তা উপেক্ষা করে পরিবারের লোকজনকে বিষয়টি জানায়। এর পরেই পরিবারের তরফে পুলিশে অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পেয়ে পকসো আইনে ৬ ধারায় মামলা রুজু করে তদন্তে নামে থানা। অভিযুক্তের হদিস পেতে নাবালিকার বর্ণনা অনুযায়ী স্কেচ আঁকানো হয়। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের গাইনি বিভাগে ভর্তি রেখে নাবালিকার চিকিৎসা করানো হয়। কাউন্সেলিংয়ের জন্য নাবালিকাকে একটি হোমে রাখা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement