ধারাবাহিকের টিআরপি তালিকার প্রথম পাঁচে কারা? গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
গত সপ্তাহেই মোড় ঘুরেছিল টিআরপি তালিকায়। টানা ১৪ সপ্তাহ শীর্ষে থাকার অবশেষে দ্বিতীয় স্থানে নেমেছিল ধারাবাহিক ‘পরিণীতা’। শীর্ষে জায়গা করে নিয়েছিল ‘জগদ্ধাত্রী’ ও ‘ফুলকি’। এই সপ্তাহে আরও কিছু বদল এল সেই তালিকায়। শীর্ষস্থানে এই সপ্তাহে জায়গা করে নিল ‘জগদ্ধাত্রী’। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭.৫।
আগের সপ্তাহের মতোই এই সপ্তাহেও দ্বিতীয় স্থানে ‘পরিণীতা’। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬.৯। দ্বিতীয় স্থানে একই নম্বর পেয়ে যৌথ ভাবে জায়গা করে নিয়েছে ‘ফুলকি’। গত সপ্তাহের থেকে টিআরপি তালিকায় এগিয়ে গিয়েছে ‘পরশুরাম আজকের নায়ক’। ৫.৯ নম্বর পেয়ে এই ধারাবাহিক এখন তৃতীয় স্থানে। চতুর্থ স্থানে জায়গা করে নিয়েছে স্টার জলসার আরও একটি ধারাবাহিক ‘রাঙামতী তিরন্দাজ’। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৫.৮।
তবে এই সপ্তাহে প্রথম পাঁচ থেকে ছিঁটকে গেল ‘চিরদিনই তুমি যে আমার’। এই ধারাবাহিক গত সপ্তাহে পঞ্চম স্থানে ছিল। কিন্তু এই সপ্তাহে পঞ্চম স্থানে ফের জায়গা করে নিয়েছে ‘গীতা এলএলবি’। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৫.৬। এর পরেই অর্থাৎ ষষ্ঠ নম্বরে জায়গা করে নিয়েছে ‘চিরদিনই তুমি যে আমার’। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৫.৪। একই নম্বর পেয়ে ষষ্ঠ স্থানে রয়েছে ‘গৃহপ্রবেশ’। এর পরে ৫.২ নম্বর পেয়ে সপ্তম স্থানে রয়েছে ‘কথা’। অষ্টম স্থানে রয়েছে ধারাবাহিক ‘চিরসখা’। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৫। এর পরেই অর্থাৎ নবম স্থানে রয়েছে ‘কোন গোপনে মন ভেসেছে’, যার প্রাপ্ত নম্বর ৪.৯।