Mamata Banerjee

Mamata Banerjee: সোমে বর্ধমান সফরে মুখ্যমন্ত্রী, জেলা জুড়ে প্রস্তুতি তুঙ্গে

সভাস্থলে তিনটি বড় বড় শেড তৈরির পাশাপাশি মুখ্যমন্ত্রীর জন্য তৈরি হয়েছে হেলিপ্যাড।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বর্ধমান শেষ আপডেট: ২৬ জুন ২০২২ ২২:২৪
Share:

নিজস্ব চিত্র

পূর্ব বর্ধমান জেলা সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বর্ধমান শহরের উপকন্ঠে গোদা হেলথসিটির মাঠে প্রশাসনিক বৈঠক করার কথা মুখ্যমন্ত্রীর। তা নজরে রেখেই রবিবার জোরকদমে চলল সভাস্থলের শেষ মুহুর্তের প্রস্তুতি।

Advertisement

সকাল থেকেই দফায় দফায় সভাস্থল পরিদর্শন করেন প্রশাসনিক কর্তারা। রবিবার মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিদর্শনে যান জেলাশাসক প্রিয়ঙ্কা সিংলা, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা, পুলিশ সুপার কামনাশিষ সেন-সহ অন্য আধিকারিকরা। সভাস্থলে তিনটি বড় বড় শেড তৈরির পাশাপাশি মুখ্যমন্ত্রীর জন্য তৈরি হয়েছে হেলিপ্যাড। রবিবার দুপুরে ওই হেলিপ্যাডে পরীক্ষামূলক ভাবে হেলিকপ্টার নামিয়ে দেখে নেওয়া হয়। এই গোটা নিরাপত্তা ব্যবস্থা খুঁটিয়ে দেখেন মুখ্যমন্ত্রীর মুখ্য নিরাপত্তা আধিকারিক বিবেক সহায়।

প্রশাসন সূত্রে খবর, কৃষক বন্ধু প্রকল্পের আওতায় চলতি খরিফ মরশুমের জন্য কৃষকদের অনুদান দেওয়া হবে। তা নিজের হাতেই দেবেন মুখ্যমন্ত্রী। রাজ্যের ৮৯ লক্ষ কৃষককে সব মিলিয়ে ২ হাজার ৪৮৫ কোটি টাকার আর্থিক সহায়তা দেওয়া হবে। বর্ধমানের অনুষ্ঠান মঞ্চ থেকে সেই কর্মসূচিরই সূচনা করবেন মমতা। এর পাশাপাশি, কৃষি যন্ত্রাংশ, বাংলা কৃষি সেচ যোজনা, কৃষি পরিকাঠামো তহবিল-সহ বিভিন্ন প্রকল্পের আওতাভুক্ত উপভোক্তাদের সরাসরি সাহায্য দেওয়া হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement