সব বুথে হুইলচেয়ার রাখাই চিন্তা

জেলা প্রশাসন হুইলচেয়ারে প্রতিবন্ধীদের বুথে নিয়ে যাওয়ার কথা প্রচার করছে। হুইলচেয়ার জোগাড় করতে জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, প্রতিবন্ধী সংগঠনের সঙ্গে কথা বলেছে প্রশাসন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ এপ্রিল ২০১৯ ১০:৩২
Share:

—প্রতীকী ছবি

প্রতিবন্ধী বা অসুস্থ ভোটাররাও যাতে নির্বিঘ্নে বুথে আসতে পারেন, সে ব্যাপারে উদ্যোগী হয়েছে প্রশাসন। সে জন্য প্রতিটি ভোটকেন্দ্রে একটি করে হুইলচেয়ার রাখার ভাবনা নেওয়া হয়েছে। কিন্তু ভাবনা আর তা বাস্তবায়নের মধ্যে যে বিস্তর ফারাক, টের পাচ্ছেন পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের কর্তারা।

Advertisement

জেলা প্রশাসন হুইলচেয়ারে প্রতিবন্ধীদের বুথে নিয়ে যাওয়ার কথা প্রচার করছে। হুইলচেয়ার জোগাড় করতে জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, প্রতিবন্ধী সংগঠনের সঙ্গে কথা বলেছে প্রশাসন। এমনকি, সর্বদল বৈঠকেও প্রতিবন্ধীরা যাতে বুথে আসেন সে জন্য নির্বাচন কমিশনকে সাহায্য করার কথা বলা হয়েছে। প্রশাসন সূত্রে জানা যায়, জেলায় প্রতিবন্ধী ভোটারের সংখ্যা প্রায় সাড়ে ১৪ হাজার। ২৯৫৬টি ভোটগ্রহণ কেন্দ্রে বুথ রয়েছে ৪৪৫৬টি। প্রতিটি বুথে একটি করে হুইলচেয়ারের ব্যবস্থা করতে গেলেও হাজার তিনেক মজুত করতে হবে। কিন্তু সেখানে এখনও পর্যন্ত জেলা প্রশাসন শ’তিনেক হুইলচেয়ারের ব্যবস্থা করতে পেরেছে।

বাকি হুইলচেয়ারের বিষয়ে কী ভাবনা? প্রশাসনের কর্তারা জানান, ইতিমধ্যে হুইলচেয়ার প্রস্তুতকারী তিনটি সংস্থার সঙ্গে কথা হয়েছে। জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব ওই সব সংস্থাকে চিঠি দিয়ে ভোটের সময়ে তিন দিন প্রয়োজনমতো হুইলচেয়ার দিয়ে সাহায্যের অনুরোধ জানিয়েছেন। জানা গিয়েছে, ওই সব সংস্থাগুলি দেড় হাজারের মতো হুইলচেয়ার সরবারহ করতে পারবে বলে প্রশাসনকে জানিয়েছে। বাকি জায়গায় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের হাতে থাকে হুইলচেয়ারগুলি ব্যবহার করা হবে।

Advertisement

প্রশাসনের কর্তারা জানান, এক-একটি স্বেচ্ছাসেবী সংগঠনের হাতে তিন-চারটির বেশি হুইলচেয়ার নেই। সে জন্য একটা সমস্যা দেখা দিয়েছে। ভোটের আগে এই সমস্যা কেটে যাবে বলে আশায় রয়েছেন তাঁরা। বিভিন্ন সংগঠনের কর্তারা প্রশাসনকে হুইলচেয়ার জোগাড়ে যথাযথ সাহায্যের আশ্বাস দিয়েছে। প্রশাসনের এক কর্তা বলেন, ‘‘অনেক জায়গায় পাশাপাশি ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে। দু’তিনটি কেন্দ্রে একটি হুইলচেয়ার থাকলেও অনেকটা সমস্যা মিটবে।’’

বিভিন্ন সংগঠন জেলা প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়ে দাবি জানিয়েছিল, প্রতিবন্ধীদের পাশাপাশি অসুস্থ ও বয়স্ক ভোটারদের অসুবিধার কথাও মাথায় রাখতে হবে। বিভিন্ন বুথে প্রতিবন্ধী, অসুস্থ ও বয়স্ক ভোটারদের জন্য সহায়তা কেন্দ্র থাকবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। সব বুথে হুইলচেয়ার রাখাই এখন জেলা প্রশাসনের কাছে চ্যালেঞ্জ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement