নিজস্ব চিত্র।
বিশাল অংশ ধসে বসে গিয়ে গ্যাস বেরোতে থাকায় আতঙ্ক ছড়াল আসানসোলের ইসিএলের কুনুস্তরিয়া এলাকায়। মঙ্গলবার সকালের ঘটনা।
পুলিশ জানিয়েছে, শনিবার সকালে হঠাৎই অমৃতনগর কোলিয়ারির ৪ নম্বর একালার বিস্তীর্ণ অংশ জুড়ে ধস নামে। সঙ্গে গ্যাস বেরোতে শুরু করে। স্থানীয় বাসিন্দাদের দাবি, পরিত্যক্ত খনিতে জলের চাপ এবং তাপের কারণে এই বিপত্তি ঘটেছে। এই কোলিয়ারির এজেন্ট আর কে বন্দ্যোপাধ্যায় জানান, সমগ্র বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আগামী দিনে যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সে দিকে নজর দেওয়া হবে।
বিডিও অফিস থেকেও ছুটে আসেন আধিকারিকরা। তাঁরা ঘটনাস্থল ঘুরে দেখেন।স্থানীয় ব্লক আধিকারিক অসীম মন্ডলের কথায়, “আমাদের কাছে খবর এসেছিল যে অমৃতনগর এলাকায় মাটির নীচ থেকে ধোঁয়া বেরোচ্ছে। বিষয়টি আমরা দেখলাম। ইসিএল কর্তৃপক্ষের সঙ্গে এ নিয়ে কথা বলা হবে।”