জমির অধিকার কাড়ার চেষ্টা, অভিযোগ

অভিযোগ, জমি মাফিয়ারা রাতে জমিতে থাকা বড় বড় গাছগুলি কেটে পাচার করছে। তারকাঁটার বেড়া দিয়ে জমি ঘেরার চেষ্টাও চলছে।

Advertisement

সুশান্ত বণিক

শেষ আপডেট: ১৭ অগস্ট ২০১৯ ০৫:১৮
Share:

এ ভাবেই কাটা হয়েছে গাছ। নিজস্ব চিত্র

জনজাতিদের জমি দখলের অভিযোগ উঠল কুলটির ডিসেরগড়ে। সম্প্রতি বিষয়টি নিয়ে ভাগাবাদ এলাকায় গোলমাল বাধে। পুলিশ ও আসানসোল পুরসভার কাছে এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় একদল ‘জমি মাফিয়া’ জমি দখল করছে। মেয়র জিতেন্দ্র তিওয়ারি অবশ্য বলেন, ‘‘জেলা ভূমি ও ভূমি সংস্কার দফতরের কাছে বিষয়টি খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।’’

Advertisement

প্রশাসন সূত্রে জানা যায়, ১০৫ নম্বর ওয়ার্ডে ডিসেরগড়ের ভাগাবাদে কিছু পরিবারের কয়েক বিঘা জমি আছে। ওই পরিবারগুলিকে খনি জাতীয়করণের আগে খনি কর্তৃপক্ষ জমি দান করেছিলেন। তার পরে থেকে ওই পরিবারগুলি বংশ পরম্পরায় ওই জমিতে চাষাবাদ করে জীবিকা নির্বাহ করে। তাঁদের অভিযোগ, সেই জমিই দখলের চেষ্টা চলছে। অভিযোগ, জমি মাফিয়ারা রাতে জমিতে থাকা বড় বড় গাছগুলি কেটে পাচার করছে। তারকাঁটার বেড়া দিয়ে জমি ঘেরার চেষ্টাও চলছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি কয়েক জন জমি মাফিয়া দল বেঁধে জমি দখলের চেষ্টা শুরু করলে তাঁদের সঙ্গে জমি মালিকদের বচসা, হাতাহাতি বাধে। শেষমেশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে সাঁকতোড়িয়া ফাঁড়ির পুলিশ।

Advertisement

জমি মালিক হরিদ্বয়ার তুড়ির অভিযোগ, ‘‘ওই জমি আমাদের কয়েক পুরুষের। সেখানে চাষাবাদ করি। অথচ, মাফিয়ারা রাতে গাছ কাটছে। নিজেদের জমি বলে দাবি করছে।’’ পার্বতীদেবী কোইড়ি নামে আরও এক জন বলেন, ‘‘জমি মাফিয়ারা আমাদের তুলে দেওয়ার চেষ্টা করছে।’’ ঘটনার পরে এলাকায় গিয়ে দেখা গিয়েছে, জমিতে থাকা একাধিক গাছ কাটা। কিছু জমি তারকাঁটা দিয়ে ঘিরে ফেলারও চেষ্টা হয়েছে।

বিষয়টি নিয়ে স্থানীয় কাউন্সিলর অভিজিৎ আচার্য বলেন, ‘‘এলাকায় জমি মাফিয়াদের একটি গোষ্ঠী সক্রিয় বলে খবর পেয়েছি। গত সাত দশক ধরে ওই জমিতে চাষ করছেন যাঁরা, তাঁদের উচ্ছেদ করা চলবে না।’’ বিষয়টি নিয়ে ব্যবস্থা নেওয়ার দাবিতে তিনি মেয়রকে লিখিত আবেদনও করেছেন বলে জানান অভিজিৎবাবু। মেয়র জানান, কোনও রকম অপ্রীতিকর পরিস্থিতি যাতে তৈরি না হয়, সে বিষয়ে পুলিশকে অনুরোধ করা হয়েছে।

তবে বাসিন্দাদের একাংশের মতে, কুলটিতে জমি মাফিয়াদের দৌরাত্ম্যের অভিযোগ বহু দিনের। সরকারি জমি দখল করেও অবৈধ নির্মাণ তোলার মতো অভিযোগও অতীতে উঠেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement