কাটোয়া হাসপাতাল। নিজস্ব চিত্র।
হাসপাতালে শয্যার অভাবে জ্বরে আক্রান্ত শিশুদের ঠাঁই নিতে হচ্ছে মেঝেতে। অসুস্থ শিশুদের মেঝেতে রেখেই চলছে চিকিৎসা। এমনই দৃশ্য ধরা পড়ল বর্ধমানের কাটোয়া মহকুমা হাসপাতালে।
হাসপাতাল সূত্রে খবর, চাহিদা অনুযায়ী রোগী শয্যার সংখ্যা এমনিতেই অনেক কম। তার উপর বছরভরই ওই হাসপাতালে রোগীর চাপ থাকে। মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া জেলা থেকেও রোগীরা চিকিৎসা করাতে এই হাসপাতালে আসেন। এর মধ্যে গত কয়েক সপ্তাহে জ্বর, সর্দি, কাশি উপসর্গ নিয়ে শিশু ভর্তির সংখ্যাও খুব বেড়ে গিয়েছে।
হাসপাতাল সূত্রে খবর, গত মঙ্গলবার হাসপাতালে ভর্তি হয় ৮৫ জন শিশু। বুধবার বিকেল পর্যন্ত ৫০ জন শিশু চিকিৎসাধীন ছিল। অথচ শিশু ওয়ার্ডে বেডের সংখ্যা মাত্র ২০। সেই কারণে অসুস্থ শিশুদের ঠাঁই দিতে হয়েছে ওই ওয়ার্ডের মেঝেতেই।