asansol

চুরুলিয়ার নজরুল অ্যাকাডেমি অধিগ্রহণ করল কাজী নজরুল বিশ্ববিদ্যালয়

সাধারণত বিদ্রোহী কবির জন্মভিটে চুরুলিয়াতে সারা বছর বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে কবিকে স্মরণ করা হয়।

Advertisement

নিজস্ব সংবাদাতা

শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২০ ১৯:৫৪
Share:

সাধারণত বিদ্রোহী কবির জন্মভিটে চুরুলিয়াতে সারা বছর বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে কবিকে স্মরণ করা হয়। নিজস্ব চিত্র

কাজী নজরুল ইসলামের জন্মভিটে চুরুলিয়ায় অবস্থিত নজরুল অ্যাকাডেমি অধিগ্রহণ করল কাজী নজরুল বিশ্ববিদ্যালয়।চলতি মাসের ৮ তারিখে রানিগঞ্জ রেজিস্ট্রার অফিসে রেজিস্ট্রি হয়েছে। একথা জানান কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার চৈতালী দত্ত।

Advertisement

চৈতালী বলেন, ‘‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্য উচ্চশিক্ষা দফতরের উদ্যোগে এই অধিগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।যা কিছু রক্ষণাবেক্ষণ করার মতো, তেমন সব কিছুইএখানে রক্ষিত থাকবে। বিশ্বভারতীতে যেমন কবিগুরুর ব্যবহৃত জিনিসপত্র রক্ষণাবেক্ষণ করা আছে, ‘নজরুল সেন্টার ফর সোস্যাল এন্ড কালচারাল স্টাডিস’-এর মাধ্যমে তেমনই করা হবে। চেষ্টা করব কবি নজরুলের ভাবনাকে এগিয়ে নিয়ে যেতে।’’

সাধারণত বিদ্রোহী কবির জন্মভিটে চুরুলিয়াতে সারা বছর বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে কবিকে স্মরণ করা হয়। জানুয়ারি মাসে খেলাধুলা,তারপর ১২ এপ্রিল একাডেমির প্রতিষ্ঠা দিবস পালন। তার স্ত্রী প্রমিলাদেবীর নামে স্বাস্থ্য কেন্দ্র রয়েছে সেখানে,যেখানে সারা বছর চিকিৎসা পরিষেবা দেওয়া হয়।

Advertisement

কবির আত্মীয় কাজী মজাহার হোসেন এই অ্যাকাডেমির প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন।তিনি সকারের কাছে বারবার এই অ্যাকাডেমি অধিগ্রহণের আবেদনজানিয়ে ছিলেন। তিনি মারা যাওয়ার পর তার ভাই রেজাউল করিম ও অ্যাকাডেমির সদস্যরা এই প্রক্রিয়া চালিয়ে যান। কিন্তু কবির হাতের লেখা, গান-বাজনার যন্ত্রপাতি, পদক, বই-সহ যাবতীয় অন্য জিনিস রক্ষণাবেক্ষণ করা সম্ভব হয়ে না ওঠায়, তাঁরা সরকারের কাছে এটি অধিগ্রহণ করার আর্জি জানান।

আরও পড়ুন: ‘সিঙ্গুর থেকে টাটাকে তাড়ানো ভুল হয়েছিল’, ভিন্ন সুর এ বার মুকুলের গলায়

নজরুলের জন্মভূমিতে রয়েছে একটি গ্রন্থাগার,সংগ্রহশালা, জমি-জায়গা। নজরুল বিশ্ববিদ্যালয় এই সমস্ত কিছু অধিগ্রহণ করেছে। নজরুল অ্যাকাডেমি চেয়েছিল, কাজী নজরুল বিশ্ববিদ্যালয় কবির জন্মভূমিতেই হোক। তা হয়নি। এখন অধিগ্রহণ হওয়ার ফলে সেখানে বিশ্ববিদ্যালয়ের হোস্টেল বা অন্য দফতর হবে বলে জানিয়েছেন রেজিস্ট্রার চৈতালী দত্ত। আর তাতেই খুশী চুরুলিয়াবাসী।

আরও পড়ুন: আমেরিকায় মহাত্মা গাঁধীর মূর্তি ভাঙল ‘খালিস্তান সমর্থকরা’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement