Kidnap

Katwa: দু’মাস আগে ‘অপহৃত’ হয়েছিলেন বধূ, হরিয়ানা থেকে উদ্ধার করে আনল কাটোয়ার পুলিশ

পুলিশকে বধূর স্বামী জানান, তাঁদের দুই মেয়ে রয়েছে। সংসারে অভাব। তাই কাজ খুঁজছিলেন তাঁর স্ত্রী। এই সুযোগকেই কাজে লাগিয়েছেন অপহরণকারীরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কাটোয়া শেষ আপডেট: ০১ জুলাই ২০২২ ২২:৪৭
Share:

নিজস্ব চিত্র

কাজের সন্ধানে ভিন্‌ রাজ্যে গিয়ে ‘অপহৃত’ হয়েছিলেন কাটোয়ার এক বধূ। দীর্ঘ দু’মাস পর সেই বধূকে হরিয়ানা থেকে উদ্ধার করল পুলিশ। বধূর অপহরণের ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক মহিলা-সহ দু’জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ধৃত দু’জনেই ওই বধূর প্রতিবেশী। তাঁদের নাম গোপাল সিংহ ও রাশি সিংহ। দু’জনেরই বাড়ি কাটোয়ার একাইহাট এলাকায়। শুক্রবার তাঁদের কাটোয়া মহকুমা আদালতে তোলা হলে বিচারক দু’জনকেই ১৪ দিন বিচারবিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দেন।

Advertisement

গত ৪ এপ্রিল পূর্ব বর্ধমানের কাটোয়া একাইহাট এলাকার এক বধূ বাড়ি থেকে নিখোঁজ হন। পরিবারের তরফ অনেক খোঁজাখুজি করা হয় সেই সময়। কিন্তু কোনও খোঁজ মেলেনি বধূর। এর মাসখানেক পর নিখোঁজ স্ত্রীর থেকে ফোন পান তাঁর স্বামী। কর্নাটকের এক নির্মাণ সংস্থায় কর্মরত ওই স্বামীর অভিযোগ, তাঁর স্ত্রীকে অপহরণ করা হয়েছে। শিবাজিনগর থানা এলাকার একটি ভাড়া বাড়িতে তাঁকে রেখে দিয়েছেন গোপাল ও রাশি নামে তাঁদেরই দুই প্রতিবেশী। এর পরেই গত ২৬ জুন কাটোয়া থানায় অভিযোগ দায়ের করেন বধূর স্বামী।

পুলিশকে বধূর স্বামী জানান, তাঁদের দুই মেয়ে রয়েছে। সংসারে অভাব। তাই কাজ খুঁজছিলেন তাঁর স্ত্রী। এই সুযোগকেই কাজে লাগিয়েছেন অপহরণকারীরা। স্বামীর আরও অভিযোগ, বিক্রি করার উদ্দেশ্যেই কাজের টোপ দিয়ে স্ত্রীকে হরিয়ানা নিয়ে যাওয়া হয়েছে। স্ত্রীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে গোপাল তাঁকে হুমকিও দেন। গোপাল ও রাশি নারী পাচার চক্রের সঙ্গে জড়িত বলেও তদন্তকারীদের কাছে দাবি করেছেন বধূর স্বামী। তাঁর অভিযোগের ভিত্তিতেই তদন্তে নেমে মোবাইলের লোকেশন দেখে পুলিশ জানতে পারে, হরিয়ানাতেই রয়েছেন ওই বধূ। এর পরেই ওই রাজ্যের পুলিশের সঙ্গে যোগাযোগ করে তাঁকে উদ্ধার করা হয়।

Advertisement

কাটোয়া মহকুমা পুলিশ আধিকারিক কৌশিক বসাক বলেন, ‘‘নিখোঁজ বধূকে উদ্ধার করা হয়েছে। দু’জনকে গ্রেফতারও করা হয়েছে। এই ঘটনার সঙ্গে আর কেউ যুক্ত আছে কি না, তা জানার চেষ্টা চলছে। পুরো ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement