Teachers

বন্ধ ঘরে মায়ের দেহ, প্রতিবেশীদের না জানিয়ে কলকাতায় মামারবাড়ি রওনা ছেলের

বুধবার রাতে কালনার প্রফেসর কলোনিতে একটি বাড়ি থেকে সুনন্দার ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। সুনন্দা কালনার একটি মাদ্রাসার শিক্ষিকা ছিলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২১ ১৮:০০
Share:

সম্ভ্রম বন্দ্যোপাধ্যায়। —নিজস্ব চিত্র।

বন্ধ ঘর থেকে শিক্ষিকার ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। ঘটনা পূর্ব বর্ধমান জেলার কালনায়। ওই শিক্ষিকার নাম সুনন্দা বন্দ্যোপাধ্যায় (৫০)। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কালনা মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। তবে সুনন্দার ছেলে সম্ভ্রম বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা ঘিরে সন্দেহ তৈরি হয়েছে।

Advertisement

বুধবার রাতে কালনার প্রফেসর কলোনিতে একটি বাড়ি থেকে সুনন্দার ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সুনন্দা কালনার একটি মাদ্রাসার শিক্ষিকা ছিলেন। কয়েক বছর আগে মারা যান তাঁর স্বামী। তাঁদের এক ছেলে। সম্ভ্রম দ্বাদশ শ্রেণীর ছাত্র। সম্ভ্রম জানিয়েছে, সে পড়াশোনায় গাফিলতি করায় মঙ্গলবার তাঁর মায়ের সঙ্গে কথা কাটাকাটি হয়। এর পরেই সুনন্দা ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন। তার দাবি, ‘‘এর পর থেকেই ঘরের দরজা খোলেনি মা। বুধবার সকালে দরজায় ধাক্কা দিলেও মায়ের সাড়া পাইনি।’’

এর পর সম্ভ্রম কালনা থেকে কলকাতায় তার মামারবাড়ির উদ্দেশে রওনা দেয়। বুধবার রাতে মামাদের সঙ্গে নিয়ে সম্ভ্রম কালনা থানায় গিয়ে পুলিশকে ঘটনার কথা জানায়। এর পর পুলিশ দরজা ভেঙে সুনন্দার ঝুলন্ত দেহ উদ্ধার করে। প্রাথমিক ভাবে পুলিশের ধারণা, সুনন্দা আত্মহত্যা করেছেন। তবে প্রতিবেশীদের না জানিয়ে সম্ভ্রম কেন কালনা থেকে কলকাতা রওনা দিল সেই প্রশ্নও ভাবাচ্ছে তদন্তকারীদের।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement