নিজস্ব চিত্র
১১দিন অন্তরালে থাকার পর বাইরে এলেনআসানসোল পুরনিগমের প্রাক্তন মেয়র, প্রশাসক বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান তথা পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি।
রবিবার আসানসোল পৌরনিগম থেকে একটি মিছিল হয়।মিছিলটি জিটি রোডের উপর দিয়ে রবীন্দ্রভবন পর্যন্ত যায়। সাঁওতালদের পৃথক ‘সারিধরম কোড’-এর দাবিতে আয়োজিত এই মিছিলে জিতেন্দ্র তেওয়ারি যোগ দেন।
পুরপ্রশাসকের পদ ও জেলা সভাপতির পদ থেকেসরে দাঁড়ানোর পর জিতেন্দ্র তিওয়ারিকে নিয়ে নানা জল্পনা হয়েছিল। বিজেপি যোগদানের সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু শেষপর্যন্ত তৃণমূলে ফিরে এলেও তিনি পুরনো পদ এখনও পর্যন্ত ফিরে পাননি। তবে রবিবার তাঁকে আদিবাসীদের এই মিছিলে দেখা গিয়েছে। ফলে রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে। এই মিছিল থেকে যে দাবি উঠেছে,রাজ্য সরকার তাদের সেই দাবি বিধানসভায় পেশ ও অনুমোদন করে কেন্দ্রে পাঠালে তাঁরা স্বীকৃতি পাবেন।