মেয়রের মন্তব্যে বিতর্ক

বিজেপি নেতা সঞ্জীব মাহান্ত বলেন, ‘‘মানুষকে বিভ্রান্ত করতে এই কৌশল নিয়েছে তৃণমূল। এ ভাবে শিক্ষাক্ষেত্রে প্রতিযোগিতার মঞ্চ কলুষিত করছেন জিতেন্দ্রবাবু।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০১৯ ০১:৪৭
Share:

জিতেন্দ্র তিওয়ারি।—ফাইল চিত্র।

রাজ্য শিক্ষা দফতর আয়োজিত যুব সংসদের প্রশ্নোত্তর প্রতিযোগিতার মঞ্চকে রাজনৈতিক ভাবে ব্যবহার করছেন আসানসোল পুরসভার মেয়র জিতেন্দ্র তিওয়ারি, এমনই অভিযোগ তুলল বিরোধীরা। মঙ্গলবার রানিগঞ্জের টিডিবি কলেজে প্রতিযোগিতার উদ্বোধনে পরিচালন সমিতির সভাপতি তথা মেয়র বলেন, ‘‘শিক্ষাক্ষেত্রে উন্নয়নের জন্য এমন নেতা, মন্ত্রী প্রয়োজন যাঁরা জনগণের আদর্শ হবেন। সক্রিয় রাজনীতি থেকে পড়ুয়ারা মুখ ফিরিয়ে নেওয়ায় দেশের ভার অযোগ্যদের হাতে চলে যাওয়ার সম্ভবনা তৈরি হয়েছে।’’

Advertisement

মেয়রের মন্তব্যে বিতর্ক বেধেছে। বিজেপি নেতা সঞ্জীব মাহান্ত বলেন, ‘‘মানুষকে বিভ্রান্ত করতে এই কৌশল নিয়েছে তৃণমূল। এ ভাবে শিক্ষাক্ষেত্রে প্রতিযোগিতার মঞ্চ কলুষিত করছেন জিতেন্দ্রবাবু।’’ সিপিএমের রানিগঞ্জের বিধায়ক রুনু দত্তও বলেন, “পড়ুয়াদের সামনে এমন মন্তব্য করে মেয়র সঙ্কীর্ণ মনোভাব তুলে ধরলেন। এটা না করলেই পারতেন।’’ মেয়র অবশ্য বলেন, ‘‘আমি শুধু দেশের বর্তমান অবস্থা বোঝাতে চেয়েছি। এতে রাজনীতির প্রশ্ন নেই।’’

কলেজ সূত্রে জানা গিয়েছে, দু’দিনের এই প্রতিযোগিতার এ দিন কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের চারটি কলেজের পড়ুয়ারা যোগ দেয়। আজ, বুধবার আরও চারটি কলেজের পড়ুয়াদের নিয়ে প্রতিযোগিতা হবে। এ দিন উপস্থিত ছিলেন কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সাধন চক্রবর্তী, টিডিবি কলেজের অধ্যক্ষ আশিস দে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement