Jitendra Tiwari

Jitendra Tiwari: আসানসোলে উর্দু কলেজের দাবিতে শিক্ষামন্ত্রীকে চিঠি জিতেন্দ্রর, পাল্টা বিঁধল তৃণমূলও

চিঠিতে জিতেন্দ্র লেখেন, শহরে একটিও উর্দু মাধ্যম কলেজ না থাকায় উচ্চমাধ্যমিক পরীক্ষার পর বাইরের রাজ্যে চলে যেতে হয় উর্দুভাষী পড়ুয়াদের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

আসানসোল শেষ আপডেট: ১৪ জুলাই ২০২১ ২২:৪১
Share:

—ছবি সংগৃহীত।

আসানসোলের রেলপাড়া এলাকায় উর্দু মাধ্যম কলেজ তৈরির দাবিতে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে চিঠি লিখলেন জিতেন্দ্র তিওয়ারি। চিঠিতে তিনি লিখেছেন, গত ১০ বছর ধরে ভোটের সময়ে একাধিক বার উর্দু ভাষার কলেজ তৈরির প্রতিশ্রুতি দিয়েছেন রাজনৈতিক নেতা-নেত্রীরা। কিন্তু সেই প্রতিশ্রুতি আজও পূরণ হয়নি। এই চিঠির প্রেক্ষিতে পাণ্ডবেশ্বরের প্রাক্তন বিধায়ককে পাল্টা বিধেঁছে তৃণমূলও। পাঁচ বছর মেয়র থাকাকালীন কেন এই কথা বলতেন না জিতেন্দ্র, প্রশ্ন তুলেছে জোড়াফুল শিবির।

Advertisement

চিঠিতে জিতেন্দ্র লিখেছেন, শহরে একটিও উর্দু মাধ্যম কলেজ না থাকায় উচ্চমাধ্যমিক পরীক্ষার পর বাইরের রাজ্যে চলে যেতে হয় উর্দুভাষী পড়ুয়াদের। যাঁরা যেতে পারেন না, তাঁদের বাধ্য হয়ে পড়াশোনা ছেড়ে দিতে হয়। এই সমস্যার জেরে মূলত সমস্যায় পড়তে হচ্ছে আসানসোলের উর্দুভাষী ছাত্রীদের।

এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক ভি শিবদাসন বলেন, ‘‘পাঁচ বছর মেয়র এবং বিধায়ক ছিলেন জিতেন্দ্র। তখন কেন এই কথা বলেননি তিনি? এখন মুসলিম ভোট বিভাজনের জন্য এই কথা বলছেন। ভোটের সময়েও অনেক চেষ্টা করেছিলেন উনি, কিন্তু লাভ হয়নি। পুরসভা ভোটেও কাজে লাগবে না এই কৌশল।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement