Andal

Jitendra Tiwari: জিতেন্দ্র তিওয়ারিকে লক্ষ্য করে ছোড়া হল জুতো, অন্ডালে ঢুকতে বাধা

বহুলা গ্রাম পঞ্চায়েতের প্রধান বীর বাহাদুর সিংহের নেতৃত্বে বিক্ষোভ দেখানো হয়ে বলে অভিযোগ।

Advertisement

নিজস্ব সংবাদাদাতা

শেষ আপডেট: ১৭ অগস্ট ২০২১ ১৯:৫৩
Share:

গাড়ি আটকে বিক্ষোভ। নিজস্ব চিত্র।

নিজের বিধানসভা এলাকায় ঢুকতে গিয়ে বাধা, বিক্ষোভের মুখে পড়লেন জিতেন্দ্র তিওয়ারি। ঘটনাটিকে ঘিরে অন্ডালে তুমুল উত্তেজনা ছড়ায় মঙ্গলবার।

Advertisement

জানা গিয়েছে, পশ্চিম বর্ধমান জেলার বহুলা কোলিয়ারি এলাকায় এক বিজেপি কর্মীর বা়ড়িতে মনসা পুজোর নিমন্ত্রণ রক্ষা করতে গিয়েছিলেন জিতেন্দ্র। অভিযোগ, সেখানে পৌঁছতেই কয়েকশো তৃণমূল কর্মী ঝাঁটা নিয়ে জিতেন্দ্রর গাড়ি আটকে বিক্ষোভ দেখান। শুধু বিক্ষোভ দেখানোই নয়, তাঁর গাড়ি লক্ষ্য করে ডিম, জুতো ছোড়া হয়। দেখানো হয় কালো পতাকাও।

বহুলা গ্রাম পঞ্চায়েতের প্রধান বীর বাহাদুর সিংহের নেতৃত্বে বিক্ষোভ দেখানো হয়ে বলে অভিযোগ। স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, পাণ্ডবেশ্বরে অশান্তি সৃষ্টি করার জন্য জিতেন্দ্র বার বার আসছেন। তারই প্রতিবাদ করেছেন স্থানীয় বাসিন্দারা। জিতেন্দ্রকে উদ্দেশ করে ‘গো ব্যাক’ স্লোগানও দেন তাঁরা। প্রায় ঘন্টা দুয়েক আটকে রেখে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। বাধার মুখে পড়ে গাড়ি ঘুরিয়ে অন্য পথ গিয়ে যাওয়ার চেষ্টা করেন জিতেন্দ্র।

Advertisement

তাঁর বক্তব্য, “এক সময় এই লোকগুলিই আমার সঙ্গে ছিলেন। এখন ভুল পথে পরিচালিত হচ্ছেন। তবে আমি কারও বিরুদ্ধে কোনও অভিযোগ দায়ের করছি না। শুধু একটা কথাই বলব তৃণমূল সরকার যদি ভাল কাজই করে, প্রতিটি মানুষ যদি খুশিতে থাকেন তাহলে বিজেপি কর্মীদের ঘিরে কীসের এত বিক্ষোভ। এখন তো কারও বিধায়ক পদ কেউ কেড়ে নিতে পারবেন না, তাহলে কীসের এত ভয়।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement