INTTUC

দুর্গাপুর তাপবিদ্যুৎ কেন্দ্র বন্ধের প্রতিবাদে আন্দোলনে আইএনটিটিইউসি

তাপবিদ্যুৎ কেন্দ্রটির উৎপাদন স্থগিত হয়ে যাওয়ায় বিপাকে স্থায়ী এবং অস্থায়ী মিলে ১ হাজারের বেশি কর্মী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২১ ১৮:১২
Share:

তাপবিদ্যুৎ কেন্দ্রের গেটের সামনে বিক্ষোভ আইএনটিটিআইসি-র। নিজস্ব চিত্র

নতুন বছরের শুরুতেই বন্ধ দুর্গাপুর তাপবিদ্যুৎ কেন্দ্র। তার প্রতিবাদে শনিবার বিদ্যুৎ কেন্দ্রের গেটের সামনে বিক্ষোভ দেখাল তৃণমূল সমর্থিত শ্রমিক সংগঠন আইএনটিটিআইসি। বিদ্যুৎ কেন্দ্রের আধুনিকীকরণ, নতুন ইউনিট স্থাপন-সহ একাধিক দাবিও তুলেছে শ্রমিক সংগঠনটি। দাবি পুরণ না হলে বড় ধরনের আন্দোলনে নামার হুমকি দিয়েছে তারা।

Advertisement

২১০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনক্ষম ওই তাপবিদ্যুৎ কেন্দ্রটিতে মোট ৪টি ইউনিট। মেরামতির কারণ দেখিয়ে ৩টি ইউনিট আগেই বন্ধ করে দেওয়া হয়েছিল। উৎপাদন চলছিল শুধু মাত্র চতুর্থ ইউনিটটিতে। কিন্তু দূষণ নীতি মানা হচ্ছে না, এই অভিযোগে শেষ ইউনিটটি ৩১ শে ডিসেম্বরের মধ্যে বন্ধ করার নির্দেশ দিয়েছিল কেন্দ্র।

দামোদর ভ্যালি কর্পোরেশন (ডিভিসি)-এর হাতে থাকা ওই তাপবিদ্যুৎ কেন্দ্রটি ১৯৮২ সালে তৈরি হয়েছিল। কিন্তু সেই তাপবিদ্যুৎ কেন্দ্রটির উৎপাদন স্থগিত হয়ে যাওয়ায় বিপাকে স্থায়ী এবং অস্থায়ী মিলে ১ হাজারের বেশি কর্মী।

Advertisement

আরও পড়ুন: কালো চিতারা ঘুরে বেড়াচ্ছে ডুয়ার্সের জঙ্গলে

আরও পড়ুন: বঙ্গে কত আসন পেতে পারে পদ্ম? অভ্যন্তরীণ সমীক্ষা করেছে বিজেপি

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement