Hanging Body

দাসপুরে ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য, মৃতের দাদাকে আটক করেছে পুলিশ

বাড়িতে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে শুক্রবার চাঞ্চল্য ছড়াল পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার অন্তর্গত বাঁকি বাজার এলাকায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ মে ২০২১ ১৬:৩৩
Share:

কান্নায় ভেঙে পড়েছেন মৃতের পরিজনরা। নিজস্ব চিত্র।

বাড়িতে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে শুক্রবার চাঞ্চল্য ছড়াল পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার অন্তর্গত বাঁকি বাজার এলাকায়। রঞ্জিত মান্না (৩৩) নামে ওই ব্যক্তির দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে দাসপুর থানার পুলিশ। মৃতের স্ত্রীর অভিযোগ, রঞ্জিতকে খুন করেছেন তাঁর দাদা বিশ্বজিৎ। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছেন বিশ্বজিৎ। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে তাঁকে।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রঞ্জিত মধ্যপ্রদেশে সোনার কাজ করতেন। সপ্তাহ দুয়েক আগেই বাড়িতে এসেছিলেন তিনি। সেখান থেকে ফিরে বাড়িতেই নিভৃতবাসে থাকছিলেন। রঞ্জিতের স্ত্রী বন্দিতা মান্না মেয়েকে নিয়ে বাপের বাড়িতে থাকেন। বন্দিতার অভিযোগ, ‘‘বিশ্বজিৎ ও বড় বৌদি রিনা পরিকল্পিত ভাবে রঞ্জিতকে মেরেছে।’’

শুত্রবার সকালে ঝুলন্ত দেহ উদ্ধার হতেই বাড়ির লোক সহ পাড়া-প্রতিবেশী সবাই রঞ্জিতের দাদা-বৌদির উপর চড়াও হন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement