BJP Worker

গ্রামের পাশে জঙ্গলে বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ, খুনের অভিযোগ জামুড়িয়ার প্রার্থীর

কিরঞ্জন ঘোষ নামের ২৩ বছরের ওই বিজেপি কর্মীর বাড়ি শ্যামলা গ্রাম পঞ্চায়েতের আলিনগরের গ্রামে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২১ ১৭:৫২
Share:

দেহ উদ্ধারের সময় ঘটনাস্থলে পুলিশ। নিজস্ব চিত্র।

পশ্চিম বর্ধমানের জামুড়িয়া বিধানসভা এলাকায় উদ্ধার হল বিজেপি-র সক্রিয় বুথ কর্মীর ঝুলন্ত দেহ। কিরঞ্জন ঘোষ নামের ২৩ বছরের ওই বিজেপি কর্মীর বাড়ি শ্যামলা গ্রাম পঞ্চায়েতের আলিনগরের গ্রামে। সেই গ্রামের পাশের জঙ্গল থেকেই শুক্রবার ওই কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ঘটনাস্থলে আসে পাণ্ডবেশ্বর থানার পুলিশ। দেহ উদ্ধারের ঘিরে ওই এলাকায় উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে।

Advertisement

জামুড়িয়া বিধানসভার বিজেপি প্রার্থী তাপস রায়ের দাবি, ষড়যন্ত্র করে হত্যা করা হয়েছে তাঁদের কর্মীকে। তিনি বলেছেন, ‘‘আমাদের সক্রিয় কর্মীকে কেউ বা কারা চক্রান্ত করে জঙ্গলের মধ্যে হত্যা করে ঝুলিয়ে দিয়েছে।’’

পাণ্ডবেশ্বর থানার পুলিশ এসে দেহ উদ্ধার করেছে। পুলিশের উচ্চপদস্থ আধিকারিক অভিষেক গুপ্তা বলেছেন, ‘‘তদন্ত পরেই খুনের বিষয়ে বিস্তারিত জানা যাবে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement