Dengue Infection

গুসকরায় ডেঙ্গি আক্রান্ত বৃদ্ধ, জোর সাফাই অভিযানে

পুরসভার স্যানিটারি ইনস্পেক্টর চন্দন যশ জানান, স্বাস্থ্যকর্মীরা ওই ব্যক্তির পরিবারের কাছে গিয়েছিলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৩ ০৯:৩৩
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

গুসকরা: এক ডেঙ্গি আক্রান্তের সন্ধান মিলল গুসকরা শহরে। এ নিয়ে এখনও পর্যন্ত গুসকরা পুর এলাকায় তিন জন ডেঙ্গি আক্রান্ত হলেন। স্থানীয় ও পুরসভা সূত্রে জানা গিয়েছে, গুসকরা পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডে সুভাষ পল্লী এলাকায় বছর পঁয়ষট্টির এক বৃদ্ধ ডেঙ্গি আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আক্রান্তের পরিবারের দাবি, কিছু দিন ধরেই তিনি জ্বরে আক্রান্ত হয়ে স্থানীয় বননবগ্রাম ব্লক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার রক্ত পরীক্ষা করে তাঁর ডেঙ্গি ধরা পরে। গুসকরার পুরপ্রধান কুশল মুখোপাধ্যায় বলেন, “১৩ নম্বর ওয়ার্ডে এক জনের ডেঙ্গি হয়েছে বলে স্থানীয় ভাবে খবর পাচ্ছি। কিন্তু সরকারি ভাবে এখনও কোন তথ্য আমাদের হাতে আসেনি।’’

Advertisement

পুরসভার স্যানিটারি ইনস্পেক্টর চন্দন যশ জানান, স্বাস্থ্যকর্মীরা ওই ব্যক্তির পরিবারের কাছে গিয়েছিলেন। কিন্তু কারও দেখা পাননি। সরকারি নিয়ম অনুযায়ী, ওই এলাকা সাফাই করা হবে। ব্লকের দ্বায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্য আধিকারিক (আউশগ্রাম ১) শঙ্খশুভ্র দাস বলেন, “এখন জ্বরে আক্রান্ত হয়ে অনেকেই স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি হচ্ছেন। ওই ব্যক্তির রক্ত পরীক্ষায় ডেঙ্গি ধরা পড়ার পরে শুক্রবার তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। ডেঙ্গি প্রতিরোধের জন্য প্রত্যেক রোগীকে হাসপাতাল থেকে মশারি দিয়ে তা টাঙিয়ে থাকার জন্য বলা হচ্ছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement