গলায় ফাঁস, মৃত্যু ছাত্রের

প্রতিদিনের মতো শনিবারও দোলনায় দোল খেতে গিয়েছিল কিশোরটি। এ দিন দোলনার সঙ্গে সে জুড়ে দিয়েছিল কাপড়। আর সেটাই কাল হল বর্ধমানের হরিনারায়ণপুর এলাকার বাসিন্দা ননীগোপাল দালালের (১৪)।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বর্ধমান শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০১৬ ০১:২৪
Share:

প্রতিদিনের মতো শনিবারও দোলনায় দোল খেতে গিয়েছিল কিশোরটি। এ দিন দোলনার সঙ্গে সে জুড়ে দিয়েছিল কাপড়। আর সেটাই কাল হল বর্ধমানের হরিনারায়ণপুর এলাকার বাসিন্দা ননীগোপাল দালালের (১৪)। পরিবারের সদস্যরা জানান, দোল খাওয়ার কাপড়ের ফাঁসে মৃত্যু হয়েছে গোপালের।

Advertisement

কী হয়েছিল এ দিন? কিশোরের পরিবারের সদস্যরা জানান, প্রতিদিনের মতো এ দিনও বেলা ১১টা নাগাদ বাড়ির চিলেকোঠার ঘরে থাকা দোলনায় দোল খেতে যায় ননীগোপাল। বাড়িতে দিদি, মা থাকলেও কেউ ননীগোপালকে দোল খেতে যেতে দেখেননি বলে দাবি। কিশোরের বাবা, পেশায় বেসরকারি বাস-চালক কৃষ্ণগোপালবাবুর দাবি, দোলনার হুকের সঙ্গে ছেলে একটি কাপড় জুড়ে দেয়। যাতে পড়়ে না যায়, সে জন্য ওই কাপড়েরই একাংশ নিজের গায়ের সঙ্গে জুড়ে দেয়। তারপরেই সেই কাপড়টিই কোনও ভাবে ননীগোপালের গলায় আটকে যায় বলে পরিবারের অনুমান। খানিক বাদে ভাই নেই দেখে খোঁজাখুঁজি শুরু করে ওই কিশোরের দিদি। খানিক বাদে দোলনার উপরেই ননীগোপালের নিথর দেহ মেলে। তাকে উদ্ধার করে পুলিশ বর্ধমান মেডিক্যালে নিয়ে গেলে চিকিৎসকেরা জানান, শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয়েছে ননীগোপালের।

বর্ধমান টাউন স্কুলের অষ্টম শ্রেণির পড়ুয়া ননীগোপালের মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে আসে এলাকাতেও। স্থানীয় বাসিন্দা সঞ্জয় আচার্য বলেন, ‘‘ও খুব শান্ত, ভাল ছেলে ছিল। এমন ঘটনা ভাবতেই পারছি না!’’ ঘটনার তদন্ত শুরু করেছে বর্ধমান থানার পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement