elephant

Elephant Attack: তীব্র দাবদাহে পারুইয়ের লোকালয়ে দু’টি হাতি, ঘুমপাড়ানি গুলিতে কাবু করল বন দফতর

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন পারুই থানার পুলিশকর্মীরা। তাঁরাই বন দফতরকে খবর দেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ মে ২০২২ ২৩:৪৯
Share:

ক্রেনের মাধ্যমে তোলা হচ্ছে হাতিকে —নিজস্ব চিত্র।

তীব্র দাবদাহের জেরে জঙ্গল ছেড়ে লোকালয়ে প্রবেশ করছে হাতির দল। সোমবার সকালে এমনই দু’টি হাতিকে পারুই গ্রাম সংলগ্ন এলাকা থেকে অন্যত্র সরাল বন দফতর।

Advertisement

বন দফতর সূত্রে খবর, বীরভূমের পারুই থানার ধানাই গ্রাম সংলগ্ন এলাকায় ঢুকে পড়ে দু’টি হাতি। তাতে আতঙ্ক ছড়ায় এলাকায়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন পারুই থানার পুলিশকর্মীরা। তাঁরাই বন দফতরকে খবর দেন। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌছন বন দফরের আধিকারিকেরাও। দীর্ঘ ক্ষণের চেষ্টায় হাতি দু’টিকে ঘুমপাড়ানি গুলি ছুড়ে কাবু করেন তাঁরা। এর পর ক্রেনের মাধ্যমে হাতি দু’টিকে অন্যত্র নিয়ে যাওয়া হয়।

Advertisement

বন দফতর সূত্রে খবর, হাতিটিকে অন্যত্র নিয়ে গিয়ে কোনও গভীর জঙ্গলে ছাড়া হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement