টানা বৃষ্টিতে জলমগ্ন আসানসোলের বিভিন্ন এলাকা। নিজস্ব চিত্র।
টানা ৩ দিনের বৃষ্টিতে কার্যত বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে আসানসোলের বেশ কিছু এলাকায়। ইতিমধ্যেই আসানসোলের গাড়ুই এবং নুনিয়া নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে। ডুবে গিয়েছে নদীর তীরের বেশ কিছু ঘরবাড়ি এবং শহর লাগয়ো কৃষিজমি। ইতিমধ্যেই অনেকেই ঘর ছেড়ে উঁচু জায়গায় আশ্রয় নিয়েছেন বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।
প্রশাসনের তরফে জানানো হয়েছে, আসানসোলের রেলপাড় এলাকার রামকৃষ্ণডাঙ্গা, ধাদকা, জাহাঙ্গির মহল্লা, হাজি কদম রাসুল স্কুল সংলগ্ন এলাকা জলমগ্ন হয়ে গিয়েছে। অন্যদিকে, আসানসোল পুর নিগমের ৪১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত দিলদারনগর এলাকাও জলমগ্ন হয়ে গিয়েছে। জল ঢুকে গিয়েছে নিয়ামতপুর এলাকা-সহ আসানসোল-রানিগঞ্জ শিল্পাঞ্চলের বেশ কয়েকটি অঞ্চলে।
পশ্চিম বর্ধমানের অতিরিক্ত জেলাশাসক অভিজিৎ সাভলে শুক্রবার বলেন, ‘‘আসানসোল পুরনিগমের অন্তর্গত রেলপাড়, বরাকর এবং দিলদারনগর এলাকায় পরিস্থিতির উপর আমরা নজর রাখছি।’’ তিনি জানান, প্রশাসনের তরফে ইতিমধ্যেই বন্যা পরিস্থিতি তৈরি হওয়া বিভিন্ন এলাকায় উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। তারা দ্রুত ত্রাণ বণ্টনের পাশাপাশি জলে আটকে পড়া বাসিন্দাদের উদ্ধারের জন্যও প্রস্তুতি নিয়েছে।