flood

Flood: প্লাবনের জেরে সাপে-মানুষে সহবাস, আতঙ্কের ছবি আউশগ্রামে

বৃহস্পতিবার গভীর রাতে আউশগ্রামের ভেদিয়া অঞ্চলে অজয় নদের বাঁধ ভেঙে যায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

আউশগ্রাম শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০২১ ০১:১১
Share:

ঘরে আশ্রয় নেওয়া এরটি সাপ মেরে ফেলেছেন গ্রামবাসীরা। নিজস্ব ছবি।

ঘর তলিয়ে গিয়েছে অজয়ের জলে। ভেসে গিয়েছে সমস্ত আসবাবও। বাঁধের উপর পরিবার নিয়ে একটি ত্রিপল আর চিঁড়ে-গুড়ের ভরসায় দিন কাটাচ্ছেন আউশগ্রামের বাসিন্দারা। যাঁদের ঘর ভাসিয়ে নিয়ে যেতে পারেনি অজয়ের জল, তাঁরাও আতঙ্কে, কারণ তাঁদের ঘরে আশ্রয় নিচ্ছে বিষধর সাপ। প্রাণের ঝুঁকি নিয়েই সাপের সঙ্গে সহবাস করতে হচ্ছে তাঁদের। শনিবার এমনই ভিন্ন আতঙ্কের ছবি ধরা পড়ল পূর্ব বর্ধমানের আউশগ্রামের বিভিন্ন প্রান্তে।

Advertisement

বৃহস্পতিবার গভীর রাতে আউশগ্রামের ভেদিয়া অঞ্চলে অজয় নদের বাঁধ ভেঙে যায়। সাতলা, ধুকুর বাগবাটি, বঙ্গপল্লী- সহ বেশ কয়েকটি গ্রাম জলের তলায় চলে যায়। সাধারণ মানুষের দুর্ভোগ শুরু সেই দিন থেকেই। বাঁধের উপরেই কোনওক্রমে পরিবার নিয়ে ঠাঁই নেন আউশগ্রামের বহু মানুষ।

ধুকুর গ্রামের সোমা সরকার কান্নায় ভেঙে পড়ে জানালেন, মেয়েদের নিয়ে ভয়ে ভয়ে বাঁধের উপর বাস করতে হচ্ছে। তাঁর তিনটে ঘর ছিল। সব তলিয়ে গিয়েছে অজয়ের জলে। ঘরের কিছুই বাঁচাতে পারেননি। সামান্য চিঁড়ে, মুড়ি ছাড়া আর কিছু জোটেনি বলে দাবি তাঁর।

Advertisement

অন্য দিকে, সাতলা বঙ্গপল্লীর ধীরেন্দ্রনাথ জোয়ারদার আরও ভয়াবহ অভিজ্ঞতার কথা শোনালেন। ধীরেন্দ্রনাথকে বাঁধে আশ্রয় নিতে হয়নি। কিন্তু তিনিও যথেষ্ট আতঙ্কে দিন কাটাচ্ছেন। তাঁর ঘরে রোজই একাধিক সাপ ঢুকে পড়ছে। ধীরেন্দ্রনাথের দাবি, যার বেশিরভাগই বিষধর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement