ইস্কোয় ব্লাস্ট ফার্নেসে আগুন, আতঙ্ক

কেউ হতাহত হননি। এই ঘটনায় খানিক আতঙ্ক ছড়ায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বার্নপুর শেষ আপডেট: ২৮ জুলাই ২০১৯ ০০:১১
Share:

তখন জ্বলছে আগুন। নিজস্ব চিত্র

ইস্কো কারখানার ব্লাস্ট ফার্নেসে লাগোয়া এলাকায় শনিবার দুপুরে আচমকা আগুন লাগে। পুড়ে ছাই হয়ে যায় একটি পোকল্যান্ড যন্ত্র। তবে কেউ হতাহত হননি। এই ঘটনায় খানিক আতঙ্ক ছড়ায়। ইস্কোর দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নেভায়। ইস্কো কর্তৃপক্ষ জানান, কেন এমন ঘটল, তা তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ব্লাস্ট ফার্নেসে লোহা গলানোর পরে গলিত বর্জ্য (স্ল্যাগ) পোকল্যান্ডের সাহায্যে তুলে নিয়ে যাওয়ার বরাত দেওয়া হয়েছে একটি ঠিকাদার সংস্থাকে। শনিবার দুপুরে বর্জ্য তুলতে ওই সংস্থাটির পোকল্যান্ড যন্ত্রটি আনা হয়। সেটির চালক বর্জ্য তোলার সময়েই আচমকা যন্ত্রটিতে আগুন ধরে যায়। বিপত্তি বুঝে চালক সেখান থেকে পালিয়ে যান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement