নদী থেকে তোলা হচ্ছে ক্রিস্ট মণ্ডলকে। নিজস্ব চিত্র
বরাকর নদীতে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু হল কিশোরের। আর সেই খবর শুনে হদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন বাবাও। সোমবার মর্মান্তিক এই ঘটনা ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার মাইথনের লেফট ব্যাঙ্ক এলাকায়।
সোমবার পরিবারের অন্যান্য সদস্যদের বরাকর নদীতে সঙ্গে স্নান করতে গিয়েছিল বছর পনেরোর কিশোর ক্রিস্ট মণ্ডল। কিন্তু নদীতে তলিয়ে যায় ওই কিশোর। পরিবারের সদস্যরা ক্রিস্টকে বাঁচানোর চেষ্টা করেন বটে। তবে সফল হননি। অবশেষে স্থানীয় কয়েকজন যুবক ঘণ্টাখানেকের মধ্যে ক্রিস্টের দেহ উদ্ধার করে। দেহটি ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
ছেলের অকালমৃত্যুর খবর শুনে অসুস্থ হয়ে পড়েন ক্রিস্টের বাবা ধীরাজও। পেশায় তিনি রাজমিস্ত্রি। চিকিৎসকরা ধীরজকে মত বলে জানান। তাঁর দেহেরও ময়নাতদন্ত হবে। বাবা-ছেলের মৃত্যুর ঘটনায়শোকের ছায়া নেমেছে এলাকায়।