সিসি ক্যামেরার ফুটেজ।
রোগীর পরিবারকে মারধরের অভিযোগ উঠল এক নার্সিংহোমের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার কাঁকসার রাজবাঁধে। যদিও নার্সিংহোম কর্তৃপক্ষ সেই অভিযোগ অস্বীকার করে পাল্টা রোগীর পরিবারের বিরুদ্ধে মারধরের অভিযোগ এনেছেন।
ঘটনাটা ঠিক কী?
স্বাস্থ্যসাথীর কার্ড দেখিয়ে রীতা চৌধুরী নামে এক রোগীকে ভর্তি করানো হয় রাজবাঁধের ওই নার্সিংহোমে। কিন্তু রোগীর অবস্থার অবনতি হওয়ায় তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজে স্থানান্তরের কথা বলা হয়। অথচ রোগীকে তাঁর পরিবার স্থানান্তর করার উদ্যোগ নিতে গেলে নার্সিংহোম কর্তৃপক্ষ তাঁদের আটকে দেন বলে অভিযোগ। তাঁদের আরও অভিযোগ, স্বাস্থ্যসাথীর কার্ডে কোনও টাকা নেই এই অজুহাতে রোগীকে ছাড়তে রাজি হয়নি নার্সিংহোম।
হাসপাতাল কর্তৃপক্ষের তরফে স্বরূপ কুমার খাঁ-র পাল্টা অভিযোগ, রোগীকে ছাড়তে দু’ঘন্টা দেরি হয়েছে। সে কারণে রোগীর পরিবারের সদস্যরাই তাঁদের উপর চড়াও হন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কাঁকসা থানার পুলিশ।