ED

আসানসোলের ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালাল রাঁচী থেকে আসা ইডির দল, বাজেয়াপ্ত বহু দলিল

ইডি সূত্রে খবর, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গ-সহ দেশের অন্তত ২২টি জায়গায় বৃহস্পতিবার তল্লাশি অভিযান চালানো হয়েছে। সেই তালিকায় ছিল আসানসোলের ঊষাগ্রামের বাসিন্দা ওই ব্যবসায়ীর বাড়িও।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২৩ ২২:৫৭
Share:

আর্থিক তছরুপের মামলার তদন্তে আসানসোলে তল্লাশি অভিযান চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। নিজস্ব চিত্র।

আর্থিক তছরুপের মামলার তদন্তে আসানসোলে তল্লাশি অভিযান চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বৃহস্পতিবার সকাল থেকেই ইডির ৪ আধিকারিকের একটি দল আসানসোলের এক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালায়। কেন্দ্রীয় সংস্থা সূত্রে খবর, ইডি আধিকারিকদের ওই দলটি রাঁচী থেকে এসেছে।

Advertisement

ইডি সূত্রে খবর, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গ-সহ দেশের অন্তত ২২টি জায়গায় বৃহস্পতিবার তল্লাশি অভিযান চালানো হয়েছে। সেই তালিকায় ছিল আসানসোলের ঊষাগ্রামের বাসিন্দা ওই ব্যবসায়ীর বাড়িও। তাঁর বাড়ি থেকে একগুচ্ছ দলিল বাজেয়াপ্ত করা হয়েছে। ওই ব্যবসায়ীকে আগেই নোটিস ধরানো হয়েছিল। তার পর বৃহস্পতিবারের এই তল্লাশি অভিযান। যদিও সেই সময় বাড়িতে ছিলেন না ব্যবসায়ী। তাঁর বাড়িটি সিল করে দেওয়া হয়েছে।

তদন্তকারীদের একটি সূত্রে জানা গিয়েছে, জমি সংক্রান্ত একটি আর্থিক তছরুপের মামলার তদন্ত করছে ইডি। ওই মামলায় অভিযুক্ত হিসাবে নাম রয়েছে রাঁচীর প্রাক্তন জেলাশাসক তথা বর্তমানে রাজ্যে সমাজকল্যাণ বিভাগের ডিরেক্টর ছবি রঞ্জনের। মামলায় নাম জড়িয়েছে আরও বেশ কয়েক জন সরকারি আধিকারিকেরও। উঠে এসেছে কয়েক জন দালালের নামও। আসানসোলের ব্যবসায়ীর নাম ছিল ওই দালালদের তালিকায়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement