আদালতে তোলা হচ্ছে ধৃতদের। —নিজস্ব চিত্র।
আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের বড়সড় সাফল্য। অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে এটিএম থেকে তা তুলে ফেরার পথে জামতাড়া গ্যাংয়ের ৯ সদস্যকে গ্রেফতার করল পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে নগদ দেড় লক্ষ টাকা। মিলেছে পাঁচটি এটিএম কার্ডও।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে একটি গাড়ি চড়ে যাচ্ছিল ওই ৯ জন। নিয়মতপুর ফাঁড়ির পুলিশ লছিপুর এলাকায় গাড়িটিকে আটকায়। ধৃতদের কাছ থেকে সন্তোষজনক জবাব না পাওয়ায় পুলিশ প্রথমে তাদের আটক করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতেরা জামতাড়া গ্যাংয়ের সদস্য। তা জানতে পারার পরেই পুলিশ তাদের গ্রেফতার করে। ধৃতদের মধ্যে সাত জন ঝাড়খণ্ডের কর্মটাঁড়ের বাসিন্দা। বাকি দু’জনের মধ্যে এক জন পুরুলিয়ার এবং আর এক জন চিনাকুড়ির বাসিন্দা।
সোমবার ধৃতদের আদালতে তোলা হয়। ধৃতেরা ফোন করে মানুষকে বোকা বানিয়ে এটিএম কার্ডের পিন নম্বর জেনে নিত বলে অভিযোগ। তার পর ওই এটিএম এবং ওটিপি ব্যবহার করে অ্যাকাউন্ট থেকে টাকা সাফ করে দিত। সোমবার তারা এটিএম থেকে টাকা তুলে ফেরার পথেই পুলিশ তাদের গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে।