দুয়ারে সরকার শিবিরে নেতা (হলুদ টি-শার্ট)। নিজস্ব চিত্র
দুয়ারে সরকার শিবিরে আবেদনকারীদের হাতে সরকারি প্রকল্পের নথি তুলে দিয়েছেন তৃণমূলের অঞ্চল সভাপতি। এই অভিযোগ উঠেছে আউশগ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার আউশগ্রাম ১ ব্লকের উক্তা পঞ্চায়েত এলাকার গোবিন্দপুরে দুয়ারে সরকার শিবিরের পরিষেবা প্রদান অনুষ্ঠান ছিল। সেখানে ১৭১ জনকে লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথীর মতো বিভিন্ন প্রকল্পের পরিষেবা প্রদান করা হয়। অভিযোগ, ওই শিবিরে উক্তা অঞ্চল তৃণমূলের সভাপতি চঞ্চল মল্লিককে সরকারি পরিষেবা প্রদান করতে দেখা গিয়েছে।
স্থানীয় সূত্রে খবর, উক্তা পঞ্চায়েতের প্রধান মোজাফর শেখ-সহ পঞ্চায়েত ও ব্লকের কয়েক জন কর্মী শিবিরে উপস্থিত ছিলেন। অঞ্চল সভাপতি যখন পরিষেবা প্রদান করছিলেন, তখন তাঁর পাশেই বসেছিলেন পঞ্চায়েত প্রধান। সেই ছবি চঞ্চল সমাজমাধ্যমে পোস্ট করেন। প্রধানের দাবি, ‘‘উনি (চঞ্চল) এক জন সমাজকর্মী। পঞ্চায়েতের বিভিন্ন কাজে সহায়তা করেন। সমাজকর্মী হিসেবেই শিবিরে উপস্থিত ছিলেন তিনি।’’ চঞ্চল বলেন, ‘‘দলের নেতা হিসেবে নয়, আমি ওখানে এক জন সমাজকর্মী হিসেবেই গিয়েছিলাম।’’
পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য তথা আউশগ্রাম ১ ব্লক তৃণমূলের সহ-সভাপতি সফিউল আলম মণ্ডল বলেন, ‘‘এক জন সংগঠক হিসেবে উনি (চঞ্চল) কর্মসূচি রূপায়ণে পিছন থেকে সহায়তা করতে পারতেন। সরাসরি পরিষেবা প্রদান করা ঠিক হয়নি। এতে ভুল বার্তা যেতে পারে।’’ বিজেপি নেতা দেবব্রত মণ্ডল ও সিপিএম নেতা আলমগীর মণ্ডলের বক্তব্য, ‘‘এটা বিচ্ছিন্ন ঘটনা নয়। দল আর প্রশাসনকে এক করে দিয়েছে তৃণমূল।’’ বিডিও (আউশগ্রাম ১) অরিন্দম মুখোপাধ্যায় বলেন, ‘‘কী হয়েছে জানি না। খোঁজ নেওয়া হবে।’’