নিজস্ব চিত্র
হুগলির চুঁচুড়ার পর এ বার পশ্চিম বর্ধমানের আসানসোল। ফের দলীয় কর্মীদের বিক্ষোভের মুখে বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। কর্মীদের দাবি, ভোটের আগে বা পরে যাঁরা বিজেপি-র হয়ে কাজ করেছেন, লড়াই করেছেন ময়দানে, মার খেয়েছেন, যাঁদের অনেকেই বাড়ি ছাড়া, তাঁরা কেউ বৈঠকে স্থান পাননি। স্থান পেয়েছেন বিজেপি-র জেলাস্তরের শীর্ষ নেতৃত্ব। যে তালিকায় রয়েছেন তৃণমূল থেকে দল বদলে আসা নেতারাও। এই নিয়েই বিক্ষোভ চরমে ওঠে আসানসোলে। আলোচনা চালাতে দরজা বন্ধ করে দিতে হয় সভাকক্ষের। বিক্ষোভে ফেটে পড়ে তখন বাইরেই বসে পড়েন বিজেপি বিক্ষুব্ধ সমর্থকরা। চলতে থাকে স্লোগান। বিক্ষুব্ধ বিজেপি সমর্থকরা বলতে থাকেন, ‘‘আমাদের আলোচনায় ঢুকতে দেওয়া হয়নি। অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন রাজ্য সভাপতি। কোনও প্রতিশ্রুতিই রক্ষা করা হয়নি। রাজ্য সভাপতির কাছে জবাব চাই।’’
তারপর বাইরে বেরিয়ে আসেন জেলার নেতারা। তাঁরা শান্ত হতে আবেদন করেন কর্মী-সমর্থকদের। কিন্তু তাতেও চিঁড়ে ভেজেনি। শেষে জেলার নেতারাই বিক্ষুব্ধদের জানান, এই বৈঠকের পরে রাজ্য সভাপতি আলাদা করে বৈঠক করবেন বিক্ষুব্ধদের সঙ্গে। সেখানে সকলের কথা শুনবেন তিনি। এর আগে সভার শুরুতে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন দিলীপ। তিনি সেই বৈঠক থেকে বলেন, ‘‘পশ্চিম বর্ধমান জেলা নির্বাচনের আগে-পরে ভাল কাজ করেছে। ভোটের ফলের বিচারেও এখানে অনেকটাই সাফল্য পেয়েছে বিজেপি। সবাইকে অভিনন্দন জানাতে এসেছি। এই জেলাতেও অনেক কর্মী বাড়ি ছাড়া, তাঁদের সঙ্গেও কথা বলতে এসেছি।’’ কর্মীদের বিক্ষোভ নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে দিলীপ বলেন, ‘‘অনেকেই ভেবেছিলেন ভাল ভোট পাবেন, জিতবেন। তা হয়নি বলে সাময়িক একটা হতাশা তৈরি হয়েছে। এটাকে ক্ষোভ বলা চলে না। সময়ের সঙ্গে তা কেটে যাবে।’’