‘চায়ে পে চর্চা’য় দিলীপ ঘোষ। —নিজস্ব চিত্র।
সাতসকালে চায়ের আড্ডায় ভোট প্রচারে ‘তুফান’ তুললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। জন সংযোগের লক্ষ্যে সোমবার দিলীপ যোগ দিলেন বর্ধমান স্টেশন চত্বরের একটি চায়ের দোকানে।
সোমবার ভোর বেলা লোকজন একে একে জড়ো হচ্ছেন বর্ধমান স্টেশন লাগোয়া চায়ের দোকানে। সেখানে সদলবলে উপস্থিত দিলীপ। ‘আড্ডা’ জমালেন রাজ্য রাজনীতি নিয়ে। আবহ তৈরি হতেই নানা বিষয়ে একের পর এক তোপ দাগলেন রাজ্য সরকারকে। চায়ের দোকানে উপস্থিত ক্রেতাদের উদ্দেশে দিলীপ বলেন, ‘‘তৃণমূল বাংলাদেশ থেকে ‘খেলা হবে’ স্লোগান ধার করেছে। এ বার ভয়ঙ্কর খেলা হবে। আপনারা সাইলাইনে বসে দেখুন।’’ চা চক্রে দিলীপের সঙ্গে ছিলেন তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া বর্ধমান পূর্বের সাংসদ সুনীল মণ্ডল এবং বিজেপির বর্ধমান পূর্ব জেলার সভাপতি সন্দীপ নন্দী-সহ অনেকেই।
দিলীপের দাবি, ‘‘রাজ্যের মুখ্যমন্ত্রী স্বাস্থ্যসাথীর নাম করে মিথ্যা বলছেন। সরকারের ন্যায্যমূল্যের ওষুধ ময়দা ভরা।’’ তাঁর আক্ষেপ, ‘‘আমাকে ওরা (তৃণমূল) গুন্ডা বলে।’’ সেই সঙ্গেই তাঁর ব্যাখ্যা, ‘‘মানুষের কথা বলতে গিয়ে গুন্ডা আখ্যা পেলে কোনও আফশোস নেই।’’ এর পরই স্বভাবসিদ্ধ ভঙ্গিতে হুঁশিয়ারির সুর দিলীপের গলায়। তাঁর বার্তা, ‘‘এ বারের ভোট খুব শান্তিতে হবে। আমরা খেলব। আপনার দেখুন। আর যাঁরা লোককে ভয় দেখান তাঁরা ঘরে থাকুন। বাড়াবাড়ি করলে ফল পাবেন। ভিনরাজ্যে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব।’’