উদ্বোধন হল ষষ্ঠ বর্ষের ধাত্রীগ্রাম উৎসবের। নিজস্ব চিত্র
ছ’বছরে পা দিল ধাত্রীগ্রাম উৎসব। শনিবার কালনা ১ ব্লকে এই উৎসবের উদ্বোধন করেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। উৎসব কমিটি জানায়, এ বার উৎসবে রাজ্যের লোকশিল্পীদের পাশপাশি বাংলাদেশ, নেপাল, ভুটান, থাইল্যান্ডের শিল্পীরাও সেখানকার লোকসংস্কৃতি প্রদর্শন করবেন।
এ দিন উৎসবের উদ্বোধনের আগে মালতিপুর থেকে ধাত্রীগ্রাম ফুটবল মাঠ পর্যন্ত একটি শোভাযাত্রার আয়োজন করা হয়। সেখানে ঘোড়ানৃত্য, রায়বেঁশে, আদিবাসী নৃত্য, বহুরূপী নৃত্য, রণ-পা নৃত্যে প্রায় ছ’শো শিল্পী যোগ দেন। তা দেখার জন্য রাস্তার পাশে ভিড় জমান হাজার-হাজার মানুষ।
চার দিনের এই উৎসবে কৃষি, খাদ্য প্রক্রিয়াকরণ, পশুপালন-সহ নানা সরকারি দফতরের স্টল খোলা হয়েছে। স্বয়ম্ভর গোষ্ঠীর তৈরি পণ্যের প্রদর্শনীর পাশাপাশি রয়েছে বেসরকারি স্টলও। এ দিন বিকেল থেকে ফুটবল মাঠে তৈরি মঞ্চে লোকশিল্পীরা অনুষ্ঠান শুরু করেছেন। উৎসব উপলক্ষে আলোয় সাজা হয়েছে ধাত্রীগ্রাম এলাকা। উদ্বোধনী অনুষ্ঠানে ঋতুপর্ণা বলেন, ‘‘ধাত্রীগ্রামের তাঁত বিখ্যাত শুনেছি। তবে হাজার-হাজার মানুষ যে লোকগান ও নাচের জন্যও পাগল, তা এখানে এসে বুঝলাম।’’ উৎসবের মূল উদ্যোক্তা তথা রাজ্যের প্রাণিসম্পদ উন্নয়ন মন্ত্রী স্বপন দেবনাথ জানান, এ বারের ভিড় আগের পাঁচ বছরকে ছাড়িয়ে গিয়েছে। এলাকার মানুষ লোকসংস্কৃতি নিয়ে কতটা আবেগপ্রবণ, তা এর থেকেই পরিষ্কার বলে তাঁর দাবি।