Demonstration

দুই অভিযুক্তকে ধরার দাবি, বিক্ষোভ

অবরোধে উপস্থিত আদিবাসী সংগঠন ‘ভারত জাকাত মাঝি পারগানা মহল’-এর জেলা নেতা শুকল হাঁসদা, ব্লক নেতা কার্তিক মুহুলি, রাম সিং সরেন, বাবলু হেমব্রমদের অভিযোগ, আদিবাসী মানুষজন বিভিন্ন দিক থেকে অত্যাচারিত হলেও পুলিশ প্রশাসন থেকে ঠিকমতো সহযোগিতা পাচ্ছেন না।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২০ ০০:৩১
Share:

প্রতীকী ছবি।

নাবালিকাকে নির্যাতনে অভিযুক্তদের শাস্তির দাবিতে ভাতার থানার গেটের সামনে বিক্ষোভ ও অবরোধ করলেন জনজাতি সম্প্রদায়ের লোকজনের একাংশ। বৃহস্পতিবার বেলা ১২টা থেকে প্রায় ঘণ্টাখানেক অবরোধের ফলে, এলাকায় যানজট হয়। পরে, পুলিশ অভিযুক্তকে দ্রুত ধরার আশ্বাস দিলে অবরোধ ওঠে।

Advertisement

গত সোমবার সন্ধ্যায় ভাতারের এরুয়ার অঞ্চলের নৃসিংহপুর নতুনডাঙার এক কিশোরীকে রাস্তা থেকে মোটরবাইকে করে তুলে নিয়ে গিয়ে ফাঁকা জায়গায় নির্যাতন করা হয় বলে পরিবার ও স্থানীয়দের অভিযোগ। নির্যাতিতার মা পাশের গ্রাম সেরুয়ারের দুই যুবকের বিরুদ্ধে ভাতার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ মঙ্গলবার এক যুবককে গ্রেফতার করে। অন্য অভিযুক্তকে কেন গ্রেফতার করা হয়নি, এই অভিযোগে এ দিন দুপুর নাগাদ নৃসিংহপুর আদিবাসী পাড়ার মানুষজন থানার সামনে বিক্ষোভ শুরু করেন। পরে বর্ধমান-কাটোয়া বাস রাস্তা অবরোধ করা হয়।

অবরোধে উপস্থিত আদিবাসী সংগঠন ‘ভারত জাকাত মাঝি পারগানা মহল’-এর জেলা নেতা শুকল হাঁসদা, ব্লক নেতা কার্তিক মুহুলি, রাম সিং সরেন, বাবলু হেমব্রমদের অভিযোগ, আদিবাসী মানুষজন বিভিন্ন দিক থেকে অত্যাচারিত হলেও পুলিশ প্রশাসন থেকে ঠিকমতো সহযোগিতা পাচ্ছেন না। তাঁদের দাবি, অভিযুক্তকে পুলিশ দ্রুত গ্রেফতার না করলে আরও বড় আন্দোলন করা হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement