নিজস্ব চিত্র
আসানসোলের গাড়ুই নদীতে শুক্রবার ভেসে গিয়েছিলেন এক যুবক। শনিবার আসানসোলের কালিপাহাড়ির কাছে নদীর পাড় থেকে যুবকের দেহ উদ্ধার হল। ঘটনার জেরে শোকের ছায়া নেমে এসেছে রেলপাড় নয়া মহল্লায়। শনিবার সকাল বেলায় সিভিল ডিফেন্স এর কর্মীরা মৃতদেহ উদ্ধার করেন আসানসোলের কালিপাহাড়ীর কাছে নদীর পাড় থেকে। ওই তরুণ ইফতেকার আলম (২২) আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র ছিলেন বলে জানা গেছে পরিবার সুত্রে।
শুক্রবার হঠাৎই খবর পাওয়া যায়, গাড়ুই নদীতে হঠাৎ বেড়ে যাওয়া জলের তোড়ে এক যুবক ভেসে গিয়েছেন। বাড়ি আসানসোল রেলপাড় নয়া মহল্লাতে। খবর পাওয়ার পরেই উদ্ধারের কাজে নেমে পড়ে প্রশাসন। গতকাল দীর্ঘ ক্ষণ খোঁজ চালিয়েও সন্ধান মেলেনি ওই যুবকের। খোঁজ মেলে শনিবার সকালে।
শেষ তিনদিন ধরে টানা বৃষ্টি চলছে আসানসোলে। শনিবারও সকাল থেকে ঝিরঝিরে বৃষ্টি ছিল এলাকায়। তবে শুক্রবার গাড়ুই-সহ এলাকার নদীগুলির জল বেড়ে গেলেও শনিবার তা অনেকটাই নেমেছে। কারণ, দুর্গাপুর ব্যারাজ থেকে ৭৫ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে। তবে এখনও আসানসোল শহরের বিভিন্ন অংশে জল ঢুকে পড়ার ছাপ স্পষ্ট। কোথাও পলি জমে গিয়েছে বাড়ির একতলায়, কোথাও জলজ কীট-পতঙ্গ, প্রাণী এসে আস্তানা গেড়েছে। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, স্বাভাবিক অবস্থা ফিরিয়ে দিতে তৎপরতার সঙ্গে কাজ করছে প্রশাসন।