CPM

CPM: সিপিএমের পরামর্শ ‘রেড ভলান্টিয়ার্স’-কে

বিধানসভা ভোটে বিপর্যয় ঘটেছে বামেদের। বিধানসভায় তাদের এক জন প্রতিনিধিও নেই। কিন্তু মাঠে চোখে পড়ছে ‘রেড ভলান্টিয়ার্স’-এর সদস্যদের।

Advertisement

সৌমেন দত্ত

বর্ধমান শেষ আপডেট: ১১ জুলাই ২০২১ ০৫:৩৯
Share:

ফাইল চিত্র।

অতিমারি পরিস্থিতিতে আরও বেশি মানুষের কাছে কী করে পৌঁছনো যায় সে বিষয়ে ‘রেড ভলান্টিয়ার্স’-কে পরামর্শ দিল সিপিএম। ভোটের পরে, করোনা আবহে সিপিএমের তরুণ প্রজন্মের কর্মীদের নিয়ে তৈরি ‘রেড ভলান্টিয়ার্স’-এর কাজ অনেকের প্রশংসা কুড়িয়েছে। তাদের সামনে রেখে ঘুরে দাঁড়ানো যাবে বলে মনে করছেন বাম নেতৃত্ব। তাই ‘রেড ভলান্টিয়ার্স’-কে আরও সংগঠিত করতে চায় বাম দলটি।

Advertisement

বিধানসভা ভোটে বিপর্যয় ঘটেছে বামেদের। বিধানসভায় তাদের এক জন প্রতিনিধিও নেই। কিন্তু মাঠে চোখে পড়ছে ‘রেড ভলান্টিয়ার্স’-এর সদস্যদের। করোনা-আক্রান্তদের পাশে দাঁড়িয়েছেন তাঁরা। সময়ে-অসময়ে অক্সিজেন সিলিন্ডার জোগাড় করে দেওয়া, বাড়িতে খাবার পৌঁছে দেওয়া থেকে শুরু করে কমিউনিটি কিচেন— সবই চালাচ্ছেন। গরিবদের নিয়মিত খোঁজখবর রাখা, তাঁদের স্বাস্থ্য সচেতন করে তোলার চেষ্টাও করছেন। যাঁরা তাঁদের অর্থ সাহায্য করছেন এবং যাঁদের পরিষেবা দেওয়া হচ্ছে, তাঁদের সকলের ফোন নম্বর ও ঠিকানা রেখে দিচ্ছেন ভলান্টিয়ারেরা। নিয়মিত ভাবে তাঁদের সঙ্গে যোগাযোগও রাখা হচ্ছে বলে দাবি। এসএফআইয়ের জেলা সম্পাদক তথা ‘রেড ভলান্টিয়ার্স’-এর জেলা কো-অর্ডিনেটর অনির্বাণ রায়চৌধুরী বলেন, “আমরা সম্পর্ক গড়ে তুলতে চাইছি। তাতে সামাজিক আন্দোলনে গরিব মানুষকে পাশে পেতে সুবিধা হবে।’’

বিভিন্ন জেলায় ব্লক, বিধানসভা ও জেলাভিত্তিক কমিটি গড়ে কাজ করছে ‘রেড ভলান্টিয়ার্স’। এ বার তাদের আরও সংগঠিত করার পরামর্শ দিয়ে দলের রাজ্য কমিটির তরফে প্রতিটি জেলা কমিটির কাছে সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রের নোট (৩১/২০২১) পাঠানো হয়েছে। সে নোটে সে সংক্রান্ত রূপরেখা রয়েছে বলে জানা গিয়েছে।

Advertisement

নোটে ‘রেড ভলান্টিয়ার’দের ব্লক স্তরের কমিটিতে প্রতিটি পঞ্চায়েত এলাকার প্রতিনিধি রাখতে বলা হয়েছে। তেমনই শহরের কমিটিতে প্রতিটি ওয়ার্ডের প্রতিনিধি থাকা বাধ্যতামূলক করতে বলা হয়েছে। ‘ফিল্ড লেভেল’ রেড ভলান্টিয়ার এবং ডিজিটাল মাধ্যমে সক্রিয় ‘রেড ভলান্টিয়ার’দের মধ্যে সমন্বয় সাধনে জোর দিতে পরামর্শ দেওয়া হয়েছে।

পূর্ব বর্ধমানে জুলাইয়ের মাঝামাঝি জেলা কমিটির বৈঠকে সে ‘নোট’ নিয়ে আলোচনা হবে বলে সিপিএম সূত্রে খবর। জেলার ৩০টি এরিয়া কমিটিতেই ‘রেড ভলান্টিয়ার’-দের সংগঠন গড়তে চায় দল। রাজ্য কমিটির নোট প্রসঙ্গে সিপিএমের পূর্ব বর্ধমান জেলা সম্পাদক অচিন্ত্য মল্লিক বলেন, “আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’’ তবে ‘রেড ভলান্টিয়ার’-দের কাজে ‘খবরদারি’ না করার বার্তা দিয়েছেন তিনি। বলেছেন, ‘‘দল রেড ভলন্টিয়ারদের সাহায্য ও পরামর্শও দিতে পারে। তবে কোনও রকম খবরদারি করা যাবে না।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement