West Bengal Panchayat Election 2023

‘পোক্ত’ এলাকায় প্রতিরোধের ছক সিপিএমের

শাসক দলকে শক্ত প্রতিদ্বন্দ্বিতায় ফেলার জন্য যে সব এলাকায় নজর সিপিএমের, তার মধ্যে রয়েছে কাটোয়া ১ ও ২ ব্লকের ছ’টি পঞ্চায়েত।

Advertisement

প্রণব দেবনাথ

কাটোয়া শেষ আপডেট: ০৩ জুলাই ২০২৩ ০৮:৩৩
Share:

—প্রতীকী ছবি।

যে সব এলাকায় দলের সংগঠন তুলনায় পোক্ত, ভোটের দিনের জন্য বিশেষ পরিকল্পনা নিচ্ছেন সিপিএম নেতৃত্ব। ভোট ‘লুট’ আটকাতে ওই সব এলাকায় দলের কর্মীদের ‘প্রতিরোধ কমিটি’ গঠনের নির্দেশ দেওয়া হয়েছে বলে জেলা সিপিএম সূত্রের খবর। সেই নির্দেশমতো কর্মীরা প্রস্তুত হচ্ছেন বলে কাটোয়া, পূর্বস্থলী থেকে আউশগ্রামের কয়েকটি পঞ্চায়েতের সিপিএম নেতাদের দাবি। তৃণমূলের পাল্টা দাবি, প্রতিরোধের নামে ওই সব এলাকায় অশান্তি পাকানোর পরিকল্পনা করছে সিপিএম।

Advertisement

শাসক দলকে শক্ত প্রতিদ্বন্দ্বিতায় ফেলার জন্য যে সব এলাকায় নজর সিপিএমের, তার মধ্যে রয়েছে কাটোয়া ১ ও ২ ব্লকের ছ’টি পঞ্চায়েত। সরগ্রাম, আলমপুর, করজগ্রাম, কোশিগ্রাম, সুদপুর ও শ্রীখণ্ড পঞ্চায়েতের সব আসনেই প্রার্থী দিয়েছে সিপিএম। দলের স্থানীয় নেতাদের দাবি, মনোনয়ন তোলার চাপ এলেও প্রার্থীরা পিছু হটেননি। এখন এলাকায় জোরকদমে প্রচার চলছে। ভোটের দিন যে কোনও মূল্যে বুথ আগলে পড়ে থাকার নির্দেশ দেওয়া হয়েছে কর্মীদের। নেতাদের দাবি, কোনও গোলমাল হলে প্রশাসনের উপরে ভরসা না করে ‘প্রতিরোধ কমিটি’কে সক্রিয় হতে বলা হয়েছে।

সিপিএম সূত্রের খবর, ওই এলাকাগুলিতে ভাল ফলের জন্য কয়েক দফায় সংশ্লিষ্ট গ্রামগুলির কর্মীদের নিয়ে বৈঠক করা হয়েছে। কোন এলাকায় দলের কত ভোটার রয়েছেন, সে বিষয়ে বিশ্লেষণ হয়েছে। সে অনুযায়ী বুথকর্মীদের দলের তরফে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement

সরগ্রামের সিপিএম প্রার্থী বিকাশ কুণ্ডুর দাবি, ‘‘এ বার ভোট লুট হতে দেব না। যে কোনও মূল্যে বুথ আগলে পড়ে থাকব।’’ কাটোয়ার প্রবীণ সিপিএম নেতা অঞ্জন চট্টোপাধ্যায়েরও বক্তব্য, ‘‘সর্বস্তরের মানুষ সঙ্গে থাকায় বেশ কিছু পঞ্চায়েতে আমরা জেতার মতো জায়গায় রয়েছি। তবে ভোটের দিন শাসক দল আশ্রিত দুষ্কৃতীরা অশান্তি করতে এলে ফল ভাল হবে না। আমরা সাধারণ মানুষকে নিয়ে প্রতিরোধ করব।’’

সিপিএম সূত্রের খবর, পূর্ব বর্ধমান জেলায় রায়না, খণ্ডঘোষ, মেমারি ১, বর্ধমান ২, পূর্বস্থলী ১, কালনা ১, আউশগ্রাম ১ ও জামালপুর ব্লকের নানা পঞ্চায়েতে এমন ‘প্রতিরোধের’ পরিকল্পনা নেওয়া হয়েছে। পূর্ব বর্ধমান জেলা তৃণমূল সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের পাল্টা দাবি, ‘‘শান্তিপূর্ণ পরিবেশ সিপিএম চক্রান্ত করে অশান্ত করার পরিকল্পনা নিয়েছে। আমরা নজরে রাখছি। ওদের কর্মীর সংখ্যাই হাতেগোনা। মানুষ ওদের সঙ্গে নেই।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement