মঙ্গলকোট থেকে উদ্ধার করা হল ৫৩টি গরু। প্রতীকী ছবি।
আবারও আটক গরুবোঝাই লরি। এ বার পূর্ব বর্ধমানের মঙ্গলকোট থানা এলাকা থেকে। কেতুগ্রামের পর শুক্রবার মঙ্গলকোট থেকে উদ্ধার করা হল ৫৩টি গরু। চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, বৈধ কাগজপত্র ছিল না তাঁদের কাছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে মঙ্গলকোটের ইছাবটগ্রামের কাছে লরিটিকে আটক করা হয়। ধৃতদের নাম সাহেব শেখ, জাহিরুল শেখ, আমির হাসান মল্লিক ও শেখ জাহাঙ্গির। তাঁদের সকলের বাড়ি বীরভূম জেলার লাভপুর থানার কুসুমগড়িয়া গ্রামে।
কাটোয়া নতুনহাট রোডে শুক্রবার রাতে নাকা চেকিং চালাচ্ছিল মঙ্গলকোট থানার পুলিশ। সেই সময় ওই গরুবোঝাই লরি কাটোয়া থেকে বীরভূমের দিকে যাচ্ছিল। পুলিশ গাড়িটিকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে । তাঁদের কাছে গরু নিয়ে যাওয়ার বৈধ নথিপত্র দেখতে চাওয়া হয়। কিন্তু দেখাতে না পারায় গরুগুলিকে আটক করা হয়।