কালনা মহকুমা হাসপাতালে পৌঁছল করোনা প্রতিষেধক। নিজস্ব চিত্র।
জেলা সদর থেকে করোনা প্রতিষেধক পৌঁছল নির্দিষ্ট হাসপাতালগুলিতে। বৃহস্পতিবার বর্ধমান থেকে ‘কোভিশিল্ড’ পৌঁছয় কালনা, কাটোয়া-সহ নানা হাসপাতালে। পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থার মধ্যে প্রতিষেধক রাখা হয়েছে বলে জানান স্বাস্থ্য-কর্তারা।
এ দিন দুপুরে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে একটি গাড়িতে কালনা মহকুমা হাসপাতালে পৌঁছয় করোনার প্রতিষেধক। পূর্বস্থলী ব্লক হাসপাতালেও একই ভাবে তা পৌঁছয়। দুই এলাকাতেই গাড়ি থেকে প্রতিষেধকের বাক্স নামানোর সময়ে কৌতূহলী মানুষজনের ভিড় দেখা যায়। কাটোয়া মহকুমা হাসপাতালে প্রতিষেধর পৌঁছনোর পরে সেখানকার সুপার নবারুণ গুপ্ত বলেন, ‘‘করোনা ভ্যাকসিনের ৫৬০টি ডোজ় এসেছে। মূলত হাসপাতালের স্বাস্থ্যকর্মী ও পুরসভার করোনা যোদ্ধাদের তা দেওয়া হবে।’’ পূর্বস্থলী ২ ব্লকের স্বাস্থ্য আধিকারিক (বিএমওএইচ) প্রশান্ত সরকার জানান, প্রথম পর্যায়ে ব্লক হাসপাতালে ১১০১টি প্রতিষেধক এসেছে। স্বাস্থ্যকর্মীদের মধ্যে প্রথমে ১০০ জনকে তা দেওয়া হবে। কাল, শনিবার থেকে প্রতিষেধক দেওয়া শুরু হবে বলে স্বাস্থ্য দফতর জানিয়েছে।