স্বরূপ বাউড়ি। নিজস্ব চিত্র
করোনা-সতর্কতায় সম্প্রতি কলকাতা পুলিশ-সহ দেশের নানা অংশের পুলিশকর্মী, আধিকারিকদের গান গাইতে দেখা গিয়েছে। এ বার রানিগঞ্জে ট্র্যাফিক বিভাগের সিভিক ভলান্টিয়ার স্বরূপ বাউড়িও একই পথে হাঁটলেন। তবে তাঁর বিশিষ্টতা, তিনি এক জন বাউল। নিজেই লিখেছেন ১৬ পঙ্ক্তির গান।
রবিবার রানিগঞ্জের এতোয়াড়ি মোড়ে প্রায় ঘণ্টাখানেক ধরে আমরাসোঁতা গ্রামের বছর ৩২-এর স্বরূপবাবু গাইলেন, “লকডাউনকে মাথায় রেখে/ কেউ ঘরের বাইরে যেও না/ বিশ্বে মহামারী এল করোনা…”। স্বরূপবাবু জানান, ছোট থেকেই বাউল গানের সঙ্গে তাঁর ভালবাসা। ট্র্যাফিক ওসি (রানিগঞ্জ) প্রসেনজিৎ বসাক জানান, তিনি সাত দিন আগে স্বরূপবাবুকে গানের মাধ্যমে সচেতনতা প্রচারের জন্য অনুরোধ করেন। আগামী দিনে সকালে হাটে-বাজারেও গান গাইবেন স্বরূপবাবু।
আসানসোল-দুর্গাপুরের পুলিশ কমিশনার সুকেশকুমার জৈন বলেন, “আমরা নানা ভাবে সচেতনতা প্রচার চালাচ্ছি। ওই সিভিক ভলান্টিয়ারের উদ্যোগে আমরা সবাই খুশি।” এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন রানিগঞ্জ সিটিজেন্স ফোরামের সভাপতি রামদুলাল বসুও।
আর স্বরূপবাবু বলেন, “মানুষের সচেতনতা বাড়লে তবেই আমার এই উদ্যোগের সাফল্য।”