Coronavirus

কাটোয়ায় নানা রাস্তা আটকে দিলেন বাসিন্দারাই

কাটোয়া শহরের বাসিন্দাদের একাংশের অভিযোগ, ‘লকডাউন’-এর মধ্যেই লাগোয়া মুর্শিদাবাদ ও নদিয়া জেলা থেকে অনেকে নানা ভাবে শহরে আসছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২০ ০৬:১১
Share:

কাটোয়ার পাড়ায় পাড়ায় এ ভাবেই বাঁশ বেঁধে, প্ল্যাকার্ড ঝুলিয়েছেন এলাকার বাসিন্দারা। নিজস্ব চিত্র

করোনা সংক্রমণ ঠেকাতে কাটোয়া শহরের নানা পাড়ায় ঢোকার রাস্তা নিজেরাই ‘সিল’ করে দিয়েছেন বাসিন্দারা। রবিবার সকাল থেকে বিভিন্ন ওয়ার্ডে পাড়ার প্রবেশপথে বাঁশের ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়। বহিরাগতেরা যাতে না ঢোকেন, পোস্টার লিখে সেই আবেদন জানানো হয়েছে।

Advertisement

কাটোয়া শহরের বাসিন্দাদের একাংশের অভিযোগ, ‘লকডাউন’-এর মধ্যেই লাগোয়া মুর্শিদাবাদ ও নদিয়া জেলা থেকে অনেকে নানা ভাবে শহরে আসছেন। সে কারণেই এই উদ্যোগ হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পুরসভার ২, ৩, ১০, ১৫ ও ১৬ নম্বর ওয়ার্ডের নানা পাড়ায় রাস্তা আটকাতে দেখা গিয়েছে।

এ দিন সকাল ১১টা নাগাদ ১৬ নম্বর ওয়ার্ডের মনসাপাড়ার বাসিন্দারা পাড়ায় ঢোকার তিন দিকের রাস্তা পুরোপুরি বন্ধ করে দেন। তবে দুপুরে পুলিশ গিয়ে একটি রাস্তা খুলে দেয়। ওই ওয়ার্ডের কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায় বলেন, ‘‘করোনা আটকাতে গেলে মানুষকে আরও সচেতন হয়ে গৃহবন্দি থাকতেই হবে। সেই জন্যই স্থানীয় যুবকেরা পাড়ার তিনটি প্রবেশপথ কয়েক ঘণ্টার জন্য ‘সিল’ করে রাখেন। তবে তাতে যাতে কারও অসুবিধা না হয়, সে দিকেও নজর রাখা হয়েছে।’’ শহরের শ্মশানঘাটপাড়া, নিচুপট্টি, ঘুটকিয়াপাড়া এলাকার বাসিন্দারাও এলাকার রাস্তা সিল করে দেন। কোনও মতেই যাতে বহিরাগতেরা পাড়ায় ঢুকতে না পারেন, সে দিকে নজর রাখা হয়েছে বলে জানান বাসিন্দারা। এ দিন সকালে হরগৌরিপাড়ায় একটি বাড়িতে এক বহিরাগত আসায় এলাকার কিছু বাসিন্দা ক্ষোভ জানান। ওই ব্যক্তি এলাকা ছেড়ে চলে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

Advertisement

পুলিশ জানায়, শহরের বেশ কিছু পাড়ার বাসিন্দারা নিজেদের উদ্যোগে বাঁশ দিয়ে এলাকা ঘিরে রেখেছেন। তবে কোনও অসুবিধা তৈরি করে যাতে রাস্তা আটকানো না হয় এবং এলাকায় অযথা আতঙ্ক না ছড়ায়, সে দিকে নজর রাখা হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement